আমাদের কথা খুঁজে নিন

   

হাসির ব্যবচ্ছেদ

শুদ্ধতা পৃথিবীতে কার হাসি কত সুন্দর? হয়ত একেক জনের কাছে একেক জনেরটা সুন্দর। আমি সেটা জানিনা। আমি শুধু একটা জিনিস জানি, তা হল আমার কাছে হাসি মানে জাদু। হাসির ভেতর একটা জাদু আছে। এই জাদু দিয়ে পৃথিবী জয় করা যায়।

হাসির ক্ষমতা প্রকৃতি আমাদের দিয়ে রেখেছে উদার হাতে। হাসির রকমভেদ যদি এখন ব্যবচ্ছেদ করতে যাই তাহলে হয়তো দিস্তা দিস্তা কাগজ নষ্ট করে ফেলা যাবে। কিন্তু শেষ করা যাবে না। কিছু উদাহরন অবশ্য দেয়া যেতে পারে- সুখের হাসি দুঃখের হাসি তুচ্ছ্ব হাসি ব্যঙ্গ হাসি ভয়ের হাসি রাগের হাসি জয়ের হাসি জোর করা হাসি তোষামোদী হাসি বাঁকা হাসি চোরা হাসি লাজুক হাসি........... আরো হাজার হাজার রকম নামের হাসি আছে । এই রকম বহু রকমের হাসি আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত দেখে যাচ্ছি।

আমরা নিজেরাও প্রতি মুহুর্তে নতুন নতুন রকমের হাসি হেসে থাকি। একবারও আমরা কি তা লক্ষ্য করি? দেখা যাক কিছু ঘটনার ব্যবচ্ছেদ – আর্জেন্টিনার মেসিভক্ত আমার এক পরিচিতজন সারাদিন ক্লাস করে, পরীক্ষা দিয়ে খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে। রাতে আর্জেন্টিনার খেলা, কিন্তু পরদিন পরীক্ষার চিন্তায় আর ক্লান্তিতে মন খুব বিরক্ত হয়ে আছে। রাতে পড়তে পড়তে বিরক্ত ভরা মন নিয়ে এক সময়ে টেবিলে ঘুম। এদিকে খেলা প্রায় শেষ।

তার যখন ঘুম ভাঙ্গল তখন খেলা শেষে খেলোয়াড়রা মাঠ ত্যাগ করছে। অতঃপর দৌড়ে গিয়ে টেলিভিশন খুলে সে একটা দৃশ্যই শুধু দেখতে পেল- তার প্রিয় খেলোয়াড় মাঠ ছেড়ে বের হয়ে যাচ্ছে জয়ের হাসি নিয়ে। ৫ সেকেন্ডের এই দৃশ্য দেখার সাথে সাথে তার সারাদিনের ক্লান্তি, সমস্ত ভাবনা ভুলে ক্ষনিকের জন্য এক চিলতে হাসি ফুটে উঠল ঠোটে। নিজের পছন্দের মানুষের হাসির জাদু... দুজন ভালবাসার মানুষ পাশাপাশি বসে আছে। একজন ভীষন রকম রেগে আছে আর একজন চুপচাপ বসে আছে।

দুজনের কেউই বুঝতে পারছে না কি করা উচিত। রেগে যাওয়া মানুষকে কিভাবে শান্ত করতে হয় তা ছেলেটার জানা নাই। সে মেয়েটির প্রতি কথায় শুধু হেসে যাচ্ছে। এ হাসি অসহায়ত্তের হাসি। হাসি তার এখানে একটা আড়াল।

ভালবাসার মানুষটার মুখে রাগের বদলে হাসি আনার একটা চেষ্টা। আপনাদের কি মনে হয় না যে এক সময় মেয়েটা হেসে উঠবে? হ্যাঁ, মেয়েটা হেসেছিল সেদিন। ভালবাসার হাসির জাদু... আমাদের জীবনে এরকম অনেক হাসির ঘটনা ঘটে থাকে। তাই সেই সব কাহিনী নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমার কথা অন্য জায়গায়।

আমরা যে নানা রকম ভাবে হাসি, সে হাসি গুলোর বেশিরভাগ অর্থ আমাদের আশপাশের মানুষগুলো ধরতে পারে না। তাই তারা বিভিন্ন হাসির বিভিন্ন অর্থ করে এবং দেখা যায় যে এর কারনে আমরা বিপদে পরি। অন্যকে বুঝতে ভুল হয় আমাদের। একেক মানুষের হাসির ভঙ্গি একেক রকম, তাই আমরা অন্যের হাসি নাও বুঝতে পারি। যদি ঐ ছেলেটার "অসহায়ত্তের হাসি" মেয়েটার কাছে তাছিল্যের মনে হতো, তবে কিন্তু হাসির জাদু কাজ করতো না।

হাসির জাদু ব্যবহার করতে জানতে হয়। পৃথিবীর খুব কম মানুষই এই জাদুর ক্ষমতা জানে। আমি নিজেও জানিনা। কিন্তু জানতে খুব ইচ্ছে হয় আমার...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।