আমাদের কথা খুঁজে নিন

   

জাকির নায়েকের প্রতারনা বা কাপুরুষতা

চাই চিন্তার পূনর্জাগরন জাকির নায়েক যখন Away গ্রাউন্ডে: একজন ব্রিটিশ ভদ্রলোক জাকির নায়েককে প্রশ্ন করলেন, -একজন খ্রিষ্টান হিসেবে যে কোন মুসলিম দেশে গসপেল এর বানী প্রচার করতে পারবেন কিনা। -উত্তরে জাকির নায়েক বললেন: পৃথিবীর অনেক মুসলিম দেশই সত্যিকার অর্থে ইসলাম পালন করে না। এক একটি দেশে একেক রকম আইন রয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের অনুমতি সাপেক্ষে গসপেল প্রচার করতে হবে। জাকির নায়েক যখন Home গ্রাউন্ডে: ঠিক একই ধরনের অন্য একটি প্রশ্নে ওনার উত্তর ... -সৌদিতে বা এরকম কিছু মুসলিম দেশে চার্চ বা অন্য ধর্মের কোন উপাসনালয় নির্মান করা নিষিদ্ধ কেন? -উত্তরে জাকির নায়েক বললেন: হিউম্যান রাইটস এর কোন বালাই নেই ইসলাম ছাড়া কোনকিছুই প্রচার করা যাবেনা। (একটা সস্তা উদাহরন আছে এ প্রসঙ্গে: ২=২=?) এই ডাবল স্ট্যান্ডার্ড এর মানে কী? গাটস থাকলে সব জায়গায় একই স্ট্যান্ড নিন। দেশে বসে রাজা-উজীর মারবেন আর বিদেশে গিয়ে তোষামোদি করবেন এ কেমন কথা?? ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল বা এ্যনিম্যাল প্লানেট দেখার অভ্যাস আছে? খেয়াল করবেন, কুকুরদের কিন্তু এলাকা ভাগ করা থাকে। নিজ সীমানায় বসে কুকুর মারাত্মক তেজ নিয়ে ঘেউ ঘেউ করে। কিন্তু অন্যের সীমানায় গেলে তার গলা থেকে মিউ মিউ আওয়াজও বের হয় না!! আবার, সিংহ কিন্তু খাঁচার ভেতরে থেকেও হুংকার ছাড়তে ভোলেনা! ভিডিওটি দেখার জন্য এখানে খোঁচা দিন আশা করি নেক্সট টাইম একটা সিংহ নিয়া পোষ্টামু

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.