আমাদের কথা খুঁজে নিন

   

একাধিক সিম ব্যবহারকারীদের জন্যে নকিয়ার নতুন ডিভাইস (ukbdnews.com)

আমি ব্লগিং,চ্যাটিং,ওয়েব ব্রাউজিং ইত্যাদি ও নতুন বন্ধু বানাতে পছন্দ করি।

ঈদ আয়োজনে বাড়তি আনন্দ যোগ করার জন্যে নকিয়া বাংলাদেশে সি১-০০ সেট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। নকিয়া সি১-০০ হচ্ছে প্রথম নকিয়া মোবাইল ডিভাইস যেটি দুটি সিম ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। নকিয়া ইমার্জিং এশিয়ার অ্যাকটিং হেড অফ মার্কেটিং সাজিদ রিজওয়ান মতিন এ প্রসঙ্গে বলেন, ‘পছন্দ করার অধিকারকে সন্মান জানিয়ে আমরা আনন্দের সঙ্গে একের মধ্যে দুই সিম সুবিধাসহ ফোনসেট চালু করছি। নকিয়া সি১-০০ তে গ্রাহকদের জন্যে রয়েছে সিম ব্যবহারে পুরো নিয়ন্ত্রন।

’ নকিয়া সি১-০০ দিচ্ছে স্বাচ্ছন্দ্যময়-সহজ ব্যবহারযোগ্যতা এবং যারা মোবাইল ব্যবহারে খরচ সাশ্রয় করতে চান, তাদের জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে সাজিদ রিজওয়ান মতিন আরও বলেন, ‘একটিমাত্র বাটন আলতো স্পর্শে নিচে নামালেই ডিভাইস ব্যবহারকারীরা এক সিম থেকে আরেক সিমে যেতে পারবেন। এই ব্যবস্থা গ্রাহকদেরকে কম রেটে কথা বলার সুবিধার পাশাপাশি একদেশ থেকে অন্যদেশে ভ্রমণ করার সময় কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একই ফোন সেট ব্যবহার করার সময় নিজের সিম ব্যবহারসহ বাড়তি সিম ব্যবহারের সুবিধা প্রদান করবে। নকিয়া সি১-এর গ্রাহক ছয় সপ্তাহ পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাটারি সুবিধা পাবেন। যে কোন নকিয়া মোবাইল ফোনের জন্যে এখন পর্যন্ত এই সময়সীমা সর্বোচ্চ।

যে সব এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা অপ্রতুল, সেখানে এই মোবাইল সেটের স্ট্যান্ডবাই ব্যাটারি বিশেষ উপকারি। স্ট্যান্ডার্ড ফ্ল্যাশ লাইট অনেক সময় যাকে ব্রাইট লাইট বলা হয়; তা এই ডিভাইসে রঙীন সিক্রন ও এফএম রেডিও’র সঙ্গে যুক্ত; সঙ্গে আছে মানসম্পন্ন হেডফোন জ্যাক। সবমিলিয়ে নকিয়া সি১ বিনোদনে প্রদানে যতটা পারদর্শী ঠিক ততটাই ব্যবস্থাপনা ও সেবা প্রদানে নিঁখুত। সি১-০০ এর দাম ২,৭৯০ টাকা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.