আমাদের কথা খুঁজে নিন

   

একাধিক প্রশ্ন!



বাংলালিংক কিছুদিন আগে ৫০০ ম্যাসেজ ফ্রি করে। এরপর থেকে ম্যাসেজের জ্বালায় অতীষ্ট!....আবার এমনকিছু এসএমএস পেয়েছি যেসব পেয়ে মনটা আনন্দে ভরে উঠত... তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না, তুমি আবার কী মনে করো! তবু আজ না বলে পারছি না, বাজারে আলুর দাম বেড়েছে! কী যে করি!... ম্যাসেজটার শুরুটা পড়ে হয়ত কেউ ভাববে বোধয় প্রেমের অপার টফার আছে, কিন্তু আলুর দাম কমেছে! এটা কোনও সংবাদ? সো সো ফানি! আমি জবাব দিলাম- ছোট্ট করে- তবে মিষ্টি আলু পাওয়া যাচ্ছে বাজারে। আরেকজন মেসেজ দিয়েছে- দেশে আদমশুমারী চলছে, কজন নারী আর কজন পুরুষ তার তালিকা করা হচ্ছে...আপনি যদি পুরুষ হন ৫০ আর নারী হলে ৪০ টাকার ব্যালান্স পাঠান, আর যদি হিজড়া হন কোনও টাকা পাঠাতে হবে না, আমরা বুঝে নেবো... এই মেসেজটা এলো আমার ভাইয়ার নাম্বারে। বলতে কী করি-------- টাকা না পাঠালেতো হিজড়া হয়ে যাবো। আমি বললাম টাকা পাঠা... তারপর ৫০টাকা পাঠিয়ে দিলাম। কী বুদ্ধি! আইটপের ম্যাসেজের সাথে যোগ করলাম হিজড়াদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ টাকা যদি সে না পায় তাহলে তাকে বুঝতে হবে সে হিজড়া বলেই টাকা যোগ হয়নি। এরকম আরও কিছু কম্পিটেন্ট ম্যাসেজ আছে... যা আপনাকেও উৎপীড়িত করেছে... পাঠিয়ে দিন না এখানে, দেখি কোনও জবাব আছে কী না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.