আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টি কর্তা তোমাকে আমি কোন নামে ডাকব?



মাঝে মাঝেই কিছু অহেতুক প্রশ্নের উদ্রেক হয় মনের অজান্তে।আজ ঈদের দিন কাটালাম,জুম্মার নামাজে অংশ নিলাম।কিন্তু অহেতুক সেই প্রশ্নটা বার বার মাথায় ঘোর খায়।ঈদের এই দিনে অহেতুক সেই প্রশ্ন নিয়ে তাই হাজির হলাম আপনাদের সামনে। আমরা জানি ৪ টি আসমানী কিতাব আছে।ইসলাম ধর্ম এই চারটিকেই অনুমোদন করে সৃষ্টি কর্তা থেকে আগত বানী হিসাবে।ইসলামের মাধ্যমে আমরা আল্লাহ নামের সাথে পরিচিতি লাভ করি সাথে আল্লাহর অনেক নাম।আগের তিনটি আসমানী কিতাব যেহেতু আল্লাহ থেকেই এসেছে সেই তিনটি কিতাবে আল্লাহ এবং তার বিভিন্ন নামগুলি কি একই ছিল না ভিন্ন ভিন্ন।আল্লাহর অনেক নামগুলিই আরবী শব্দ থেকে এসেছে অনেকই প্রশ্ন রাখেন আল্লাহর সকল নাম শুধু আরবীতে কেন? যারা এই বিষয়ে জ্ঞান রাখেন তাদের থেকে বিস্তারিত জানার প্রত্যাশা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।