আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টি সুখ

আমি হয়ত মানুষ নই,মানুষগুলো অন্যরকম।

১. সৃষ্টির আনন্দ তোমাকে না পাওয়ার বেদনা ভুলিয়ে দেয়। ২. অশ্রু জলে ভেজা তুমি,অশ্রু ঝরে কান্নায়, আলু কেটে ভাজি কর তেলে-জলে রান্নায়। ৩. যুদ্ধ মানেই পিছিয়ে পড়া যুদ্ধ মানেই হাসি, যুদ্ধ মানেই তোমার সাথে কান্না বেঁধে রাখি। ৪. এক খন্ড সাদা মেঘ আকাঁশ থেকে পালিয়ে আমার বুক পকেটে বাসা বেধেঁছে, এখন আমি বুক ফুলিয়ে হাঁটি আর বলি- তোরা দেখ, আমার বুক পকেটে মেঘ। ৫. মেঘ জমেছে বুকের মাঝে, তাই-তো কষ্ট লাগে বুকের ভাজে। ৬. কষ্টের আদলে বুনা তোমার জীবন, রঙীন হবে তোমায় আমি ভালবাসবো যখন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।