আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারভিউ : সাগর জাহান

গভীর কিছু শেখার আছে ....

এবারের ঈদে আপনার লেখা ও পরিচালনায় কি কি নাটক ও টেলিফিল্ম যাচ্ছে? এবারের ঈদে ৭টি নাটক ও টেলিফিল্মের স্ক্রিপ্ট লিখেছি। সেগুলো হলো 'আরমান ভাই কয়া পারছে', 'ভায়োলিন', 'নাটক শেষ ভালবাসা শুরু', 'একটি মধ্যবিত্ত ভাবনা', 'অবাক ভালবাসা', 'ভয়-অভয়' এবং টেলিফিল্ম 'অপেক্ষা। ' এগুলোর মধ্যে আমার পরিচালনার নাটক রয়েছে ৩টি। সেগুলো হলো- 'আরমান ভাই কয়া পারছে', 'ভায়োলিন' ও 'নাটক শেষ, ভালবাসা শুরু। ' ঈদের দিন বৈশাখী টিভিতে প্রচারিতব্য নাটক 'ভায়োলিন' সম্পর্কে বলুন।

ভায়োলিন নাটকে একটি বোবা মেয়ের প্রতি একজন যুবকের ভালবাসার গল্প তুলে ধরা হয়েছে। বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অপি করিম। আর যুবকের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মিউজিশিয়ান ইবরার টিপু। এই নাটকের গল্পে নায়িকা সুন্দর করে বই র্যাপ করতে জানে ও ভায়োলিন বাজাতে পারে।

তাই অপি করিমকে সিলেক্ট করার পর ভেবেছিলাম তাঁকে বই র্যাপ ও ভায়োলিন বাজানো শেখানো হবে। কিন্তু কাকতালীয়ভাবে অপি জানালো যে, সে সুন্দর করে বই র্যাপ করতে জানে ও টুকটাক ভায়োলিনও বাজাতে পারে। এবার বলুন, মিডিয়াতে আপনার শুরু কিভাবে? মিডিয়ায় আমার শুরুটা মূলত শৈশব থেকে। একটি সংস্কৃতিমনা পরিবারে আমার বেড়ে ওঠা। আমার বাবা সঙ্গীত পরিচালক আনোয়ার জাহান নান্টু, চাচা চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও বড় ভাই চিত্রপরিচালক আরিফ ইস্পাহানি জাহানের অনুপ্রেরণায় মিডিয়ায় শৈশব থেকেই আমার পথ চলা।

সেই শৈশবেই বাংলা সিনেমাতে মাস্টার সাগর নামে প্রায় ২০-৩০টি ছবিতে অভিনয় করেছি। এরপর মিউজিক নিয়েই কাটিয়েছি অনেকটা সময়। সাউন্ডটেক থেকে আমার কথা, সুর ও গায়কীতে জীবনমুখী এ্যালবাম 'বেকার' বের হয়। এছাড়া বাংলা ছবিতে প্লে-ব্যাকও করেছি। এরপর মূলত পরিচালক অরণ্য আনোয়ারের অনুপ্রেরণাতেই আজ থেকে ৬ বছর আগে নাটক লেখা শুরু করি।

এ পর্যন্ত কতগুলো নাটক লিখেছেন? এ পর্যন্ত ৪০টির ওপরে নাটক লিখেছি। নাটক পরিচালনায় কবে এলেন? নাটক পরিচালনায় এসেছি গত বছর। বাংলাভিশনে ঈদ-উল-ফিতরে 'দূরের মেঘ' নাটক দিয়ে আমি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করি। এরপর একই চ্যানেলে ঈদ-উল-আযহার জন্য নির্মাণ করি 'বোরখা' নাটকটি। আর এবার ঈদের জন্য ৩টি নাটকের পরিচালনা করেছি।

নতুন কাজ কী করছেন? ঈদের পর ঈদ-উল-আযহার জন্য আমার রচনা ও পরিচালনায় দু'টি নাটক ও একটি টেলিফিল্মের কাজ শুরু করব। ভবিষ্যত পরিকল্পনা কি? বর্তমানে মিডিয়ায় টিকে থাকতে হলে ভাল কাজের বিকল্প নেই। তাই অনেক ভাল ডিরেকশন দিতে চাই। দৈনিক জনকন্ঠে প্রকাশিত ইন্টারভিউ নিয়েছি ৪ সেপ্টেম্বর শনিবার দৈনিক জনকন্ঠে প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।