আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারভিউ



ইন্টারভিউ বোর্ড এ মৌখিক পরিক্ষা চলছে প্রশ্নকর্তা : বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে ? মনু : স্যার অনেক আগে থেকেই সংগ্রাম চলছিল , কিন্তু চুড়ান্ত বিজয় আসে ১৯৭১ সালে। প্রশ্নকর্তা : আমাদের স্বাধীনতা কার অবদান ? মনু : অনেকেরই অবদান আছে , আমি কার নাম বলবো ? আমি একজনের নাম বললে অন্যজনের প্রতি অবিচার করা হবে। প্রশ্নকর্তা : আসলেই কি দূর্নীতি আমাদের দেশের এক নং সমস্যা ? মনু: দেখুন এ বিষয়ে অনেক গবেষনা এখনো চলছে আমি এর উত্তর একমাত্র গবেষনা রিপোর্ট দেখেই দিতে পারব। ইন্টারভিউ বোর্ড তার স্বপ্রতিভ উত্তর দেখে বেশ খুশি হল এবং অনুরোধ করলো কাউকে প্রশ্নগুলোর উত্তর না বলার জন্য কারণ তারা সবাইকে একই প্রশ্ন করবেন। মনু যখন হাসি মুখে রুম থেকে বেরিয়ে এলো সবাই তার কাছে কি প্রশ্ন করেছে জানতে চাইল কিন্তু সে সবাইকে এড়িয়ে গেলেও মদন এর কাছে ঠিকই ধরা পড়ে গেল তাকে প্রশ্ন এবং উত্তর বলে দিল। এবার মদনের পালা প্রশ্নকর্তা : বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে ? মদন : স্যার অনেক আগে থেকেই সংগ্রাম চলছিল , কিন্তু চুড়ান্ত বিজয় আসে ১৯৭১ সালে। প্রশ্নকর্তা একটু অবাক হলেন এবং একটু ঘুরিয়ে প্রশ্ন করে যাচাই করতে চাইলেন। প্রশ্নকর্তা : আপনার বাবার নাম কি ? মদন : অনেকেরই অবদান আছে , আমি কার নাম বলবো ? আমি একজনের নাম বললে অন্যজনের প্রতি অবিচার করা হবে। প্রশ্নকর্তা ( রেগে ): আপনি কি পাগল না অন্য কিছু ? মদন: দেখুন এ বিষয়ে অনেক গবেষনা এখনো চলছে আমি এর উত্তর একমাত্র গবেষনা রিপোর্ট দেখেই দিতে পারব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।