আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারভিউ - ১

পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...

আজ আমাদের সাক্ষাতকার আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশের অতি পরিচিত প্রাণী শামুক। ব্লগের শুরু থেকেই তিনি সাক্ষাতকার দেয়ার জন্য আগ্রহী ছিলেন। দেরিতে হলেও তার সেই আগ্রহ আজ বাস্তবে রূপ পেল। কথা বলি তার সঙ্গে Ñ : সাক্ষাতকার দেয়ার জন্য একমাস আগেই আপনার আসার কথা, এতো দেরি হলো যে? : কি করবো বলুন, আমরা যে খুব ধীরে চলাফেরা করি। মিনিটে গড়ে ৩০ সেন্টিমিটারের বেশি আগাতে পারি না।

তাই একটু দেরি হয়ে গেল। : বেশ বেশ, কষ্ট করে এতোদূর থেকে এসেছেন, নিন সামোচা খান। : কি সব উল্টাপাল্টা বলেন না বোকার মতো! আমরা সামোচা খাই না, খাই এলজি, আণুবীক্ষণিক পোকামাকড় ইত্যাদি। : কি বিপদ, এখন ওসব পাবো কোথায়? আচ্ছা কাউকে বাজারে পাঠিয়ে দেখি। এবার বলুন আপনার পিঠে প্যাঁচানো প্যাঁচানো ওটা কি? : এটা আমাদের বাসা।

ক্যালসিয়াম কার্বোনেটের তৈরি। পৃথিবীতে একমাত্র আমরাই ঘরবাড়িসহ জন্মগ্রহণ করি। আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘরবাড়িও বড় হয়। : অদ্ভুত তো! আচ্ছা ওই বাড়িতে থাকার জন্য তোমাদের কি কাউকে ভাড়া দিতে হয়? : নাহ! এ বাড়ির বাড়িওয়ালা তো আমরাই। কাকে ভাড়ার টাকা দেবো? : বেশ, এবার বলো তোমাদের বাচ্চাদের কথা।

ওরা কি স্কুলে যায়? : আমরা সাধারণত পানিতে থাকি। সেখানে আমাদের জন্য এখনো কোনো স্কুল তৈরি হয়নি। অবশ্য বন্যার সময় যখন মানুষের স্কুলগুলো ডুবে যায় তখন আমাদের বাচ্চারা সেসব স্কুলে যায়। কিন্তু দুঃখের বিষয় তখন কোনো স্যার থাকে না। : খুব খারাপ।

আচ্ছা মানুষের বাচ্চাদের সম্পর্কে তোমাদের অনুভূতি কি? : ওরা খুব ভালো। তবে কিছু কিছু দুষ্টু পিচ্চি আমাদের গায়ে লবণ দেয়। তখন আমরা খুব কষ্ট পাই। সেজন্য ওদের প্রতি আমাদের অনুরোধ, দয়া করে লবণ দিও না। : তোমরা তো গাছেও চড়তে পারো তাই না? : হ্যাঁ, আমরা মাঝে মধ্যে গাছে উঠি কিন্তু তোমরা যেভাবে পানি দূষণ করছো তাতে বাধ্য হয়ে কিছুদিন পর আমাদের পানির বদলে স্থায়ীভাবে গাছেই থাকতে হবে।

: আচ্ছা কেন যে তোমরা মাঝে মাঝে মাটিতে গর্ত করো তা কিন্তু বললে না? : আসলে ২.৫ থেকে ৪ সেন্টিমিটার গর্ত করে আমরা সেখানে ডিম পাড়ি। তারপর মাটি দিয়ে গর্ত ঢেকে দেই। : ওমা সে কি, তোমরা ডিমগুলোকে মাটিচাপা দাও! : তাতে কোনো সমস্যা হয় না, ডিম ফুটে বাচ্চারা গর্ত থেকে ঠিকই বেরিয়ে আসে। : বাহ! সে তো বেশ ভালো কথা। আজকের সাক্ষাতকার এ পর্যন্ত শেষ।

ভালো থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।