আমাদের কথা খুঁজে নিন

   

CORPORATE

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

কষ্ট বিবর্জিত ভালোবাসায়, অনুভুতির প্রকাশ থাকে না। থাকে লালসার তীব্র মোহ ; কষ্ট বিবর্জিত ভালোবাসায়, থাকে না অশ্রুর গোপন খেলা, ঠোঁট সেথা সর্বদাই মায়াময় হাস্যকর! ওটা, ওটা বোধহয় ভালোবাসাই নয়! ওটা তুমি-আমি'র মোহর টানের তাসের তাসমহল, আঘাত লাগে না; ঝড়ো অস্তিত্ত্বেই যার অস্তিত্ত্ব বিলীনতায়, তাকে কি ভালোবাসা বলা যায়??? ওটা সর্বোচ্চ ভালো বাসায় গিয়েই দাঁড়ায় ! অবাক হই না ... Corporate যুগে মনের খায়েশ ডলার, প্লাস্টিক ছাড়া, প্রাকৃতিক ফুলে কারই বা পেট ভরে??? Survival for the fittest এর যুগে, LOVE is for some rest !!! আজ আমরা তাই ভালোবাসি না ... আমরা হয়তো সুচতুর অভিনয় করি, আমরা নিঃস্বার্থভাবে স্বার্থের আগুনে জ্বলি; অন্যকে পোড়াই! আমরা আজ, CORPORATELY ভালোবাসি ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।