আমাদের কথা খুঁজে নিন

   

বেনজির হত্যায় পারভেজ মুশাররফ দোষী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় সাবেক সেনা শাসক পারভেজ মুশাররফকে অভিযুক্ত করেছে দেশটির আদালত। বেনজিরকে হত্যার পরিকল্পনা, তাতে সহযোগিতা ও হত্যার অভিযোগ আনা হয়েছে পাকিস্তানের এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালতে মুশাররফের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়।

২০১১ সালের ফেব্রুয়ারিতে বেনজির হত্যার অভিযোগপত্রে মুশাররফের নাম যুক্ত করেন তদন্ত কর্মকর্তারা।

অভিযোগপত্রে বলা হয়, ওই হত্যাকাণ্ডের আগে মুশাররফের নির্দেশে বেনজিরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে বদলানো হয়। আর যে স্থানটিতে বেনজিরের ওপর হামলা হয়, হত্যাকাণ্ডের পরপরই সেই স্থানটি ধুয়ে ফেলা হয় মুশাররফেরই নির্দেশে।

অভিযোগ গঠনের শুনানিতে মুশাররফ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তার সঙ্গে আরো ছয়জন এ মামলায় অভিযুক্ত হয়েছেন, যাদের মধ্যে চারজন জঙ্গি ও দুজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী জনসভা শেষে গাড়িতে ওঠার সময় হামলার শিকার হন মুসলিম-বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

তিনিসহ মোট ২৪ জন নিহত ও ৯১ জন আহত হন ওই হামলায়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.