আমাদের কথা খুঁজে নিন

   

শতকরা ৯০ ভাগ প্রেমই ছেলেদের ইভটিজিং দিয়ে শুরু হয় কথাটা কি সত্য?

কোন সিস্টেম সাম্যাবস্থায় থাকা কালে যদি এর কোন নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে সিস্টেমের অবস্থান এমনভাবে পরিবর্তত হবে যেন সেই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়

নচিকেতার একটা জনপ্রিয় গান আছে। গান টা আমারও খুবই প্রিয় "লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে...." কিংবা নজরুলের "তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ ?" "চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে" আমার আগের প্রজন্মের কিশোর কুমার "আহা!.. কি দারুন দেখতে.. চোখ দুটো টানা যেন শুধু বলে কাছে আসতে। আহাহাহা... পড়েছে লালা শাড়ি আহা মরি মরি " এসবগুলোই প্রেমের গান। সর্বজনসীকৃত বলেই জানি। কথা হচ্ছে এগুলো কি ইভটিজিং এর নমুনা নাকি! আমি সত্যই কনফিউসড! ইভটিজিং এর বাংলা মানে হলো উত্তক্তকারী।

প্রেমের গানের অধিকাংশই ইভটিজিং ধরনের গান! প্রশ্ন হলো প্রেম কি খারাপ কিছু? শতকরা ৯০ ভাগ প্রেমই ছেলেদের ইভটিজিং দিয়ে শুরু হয়। তাহলে কি আমরা বলতে পারি না যদি ইভটিজিং বন্ধ হয়ে যায় ৯০% প্রেম কমে যাবে সমাজ থেকে বাংলাদেশের অধিকাংশ নারীই লজ্জাবতী এবং রক্ষনশীল মনের। তারা সচরাচর আগবাড়িয়ে ছেলেদের কাছে আসে না। নারীরা এই ব্যাপারে কি মনে করেন? নারীরা যদি প্রেমকে ভাল মনে করেন তাহলে কি আমি বলতে পারি না উনারা ইভটিজিংও পছন্দ করেন !!!!!!! কথাটা কি সত্য? ২৪ নং কমেন্ট রিপ্লাইটা মুল পোস্টে অ্যাড করা হলো: [ ইভটিজিং নিয়ে আমি ব্যাপক পড়ালেখা ও গবেষনা করি নাই। আমার মনে যে কনফিউশনটা টা সেটার জন্যই এই লেখা।

ইভটিজিং একটি খারাপ কাজ এতে কোন সন্দেহ নাই। কিছুদিন আগে আমি ইভ টিজিং এর ডেফিনেশন জানতে গুগল করেছিলাম। মনপুত তেমন কোন ডকুমেন্ট পাইনি। এজন্যই এই টপিকটা অ্যারাইজ করা হয়েছে। ইভ টিজিং এর লোয়ার লিমট বলতে যেটুকু মনে হয়েছে, তার কিছু নমুনা পোস্ট কন্টেন্টে উদাহরনে পাবেন।

মাঝে একজন একটি ভিডিও পোস্ট করেছেন একটি। এটা মিডিয়াম ইভটিজিং এর আওতায় পরবে। অশালীন মন্তব্য ছুড়ে দেয়াটা এর মধ্যে রাখতে চাইব। আসেন এখন এক্সট্রিম লিমিট এর উদাহরন দেয়ার চেস্টা করি। ধরেন, আমি আজ আপনাকে রাস্তায় দারা করিয়ে প্রেম নিবেদন করলাম।

এটা সাধারন ইভটিজিং বলতে পারেন। এখন এটা ইভ এর উপর ডিপেন্ড করছে সে এটাকে ইভটিজিং বলবে না প্রেম নিবেদন বলবে। এখানে শালীন মন্তব্যও ইভটিজিং এর মধ্যে পড়বে যদি আপনে এটাকে ইভটিজিং বলেন। আমার কিছু করার থাকবে না। এটা সাধারন মানের ইভটিজিং এর আওতায় পড়বে বলে বোধ হয়।

এখানে ইভের মানসিক বোধ গুরুত্বপুর্ন। আবার ধরেন, আমি আপনাকে একটা ধমক দিলাম। এই ধমকের ফলে আপনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গেলেন এবং আত্মহত্যা করলেন। এখন আপনার মৃত্যুর দায়ভার কার উপর দিবেন। আমি ধমক দিয়ে আপনার মৃত্যুর পরিবেশ তৈরী করেছি।

আমি অপরাধী? আবার আপনি আত্মহত্যা করেছেন , আত্মহত্যা করা মহাপাপ, আপনি অপরাধি? নাকি একটা ধমক সহ্য করতে না পারা আপনার দুর্বল মানসিকতা এখানে অপরাধি? এখানে আমি ধমক দিয়ে খুন করার অপরাধ করে ফেলেছি!! এটা একটা ব্যাপার বিবেচনায় আনার মত। কিছুদিন আগেও পত্রিকায় নাবালক স্কুল ছাত্রিকে প্রহারের কারনে স্কুল ছাত্রিটি মারা যায়। সে প্রহারে মারা যায়নি গিয়েছে মানসিক আঘাতের কারনে। সে শিশু ছিল। অত্যান্ত দুখঃজনক ব্যাপার।

নাবালক মনে আঘাত করা অত্যন্ত নিকৃষ্ট মানের কাজ। কিন্তু দুখে:র বিষয় হলেও সত্য মেয়েরা সাবালিকা হবার পরও তাদের পর্যাপ্ত মানসিক বিকাশ ঘটছে না। যে কারনে একটা ধমকের অপরাধ খুনের অপরাধ বলে গন্য হচ্ছে। আমার ধমকের কারনে আপনার মৃত্যু। তাহলে কি বুঝলেন? শুধু উদাহরনের জন্য বললাম।

ব্যাক্তিগত ভাবে নিবেন না দয়াকরে। তা না হলে আমি আবার ইভটিজিং এর কেসে পরে যেতে পারি। প্লিজ মাফ করবেন। ] [বিশেষ দ্রষ্টব্দ: মডুরা আমার উপর বিরক্ত হলে দয়া করে আওয়াজ দিবেন একটু। না বলে ব্যান করে দিবেন না প্লিজ।

]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.