আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেপ্টিক ট্যাঙ্কিতে পড়ে ভাই-বোনের মৃত্যু



নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জাপানি ছিদ্দিকের বাড়ির নবনির্মিত সেপ্টিক ট্যাঙ্কিতে পড়ে বোন ফারজানা খাতুন (০৯), ভাই নুর ইসলাম (০৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় নব নির্মিত ভবনের কাজ করতে গিয়ে নির্মাণ শ্রমিকেরা শিশুদের লাশ পানিতে ভাসছে দেখতে পায়। শিশুদের অভিভাবকের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সোমবার বিকেলে বিনা ময়না তদন্তে লাশ দাফন করা হয়েছে। পারিবারিক সূত্র থেকে জানা যায়, রোববার বিকেলে মুছাপুর ৫নং ওয়ার্ডে জাপানি ছিদ্দিকের বাড়ির পাশ্ববর্তী মালেশিয়া প্রবাসী হুমায়ুন করিরের একমাত্র মেয়ে ওসমানিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা খাতুন ও তার একমাত্র ছেলে নুর ইসলাম খেলতে যায়। নব-নির্মিত সেপ্টিক ট্যাঙ্কির ঢাকনা না থাকায় শিশুরা ট্যাঙ্কিতে পড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সারা রাত হুমায়ুন কবিরের পিতা হাজী ইদ্রিছ সুকানি ও পরিবারের লোকজন শিশুদেরকে সম্ভব্য সকল স্থানে খোজ করে তাদের সন্ধান পায়নি। সোমবার সকালে দুই শিশুর মৃত্যুর সংবাদ নির্মাণ শ্রমিকদের মাধ্যমে জানার পর পরিবারের মধ্যে শোকের মাতম নেমে আসে। তাদের শোকের মাতমে আশপাশের শত শত নারী-পুরুষ একত্রিত হয় দুই শিশুর লাশ দেখার জন্য। পরিবারের লোকজন ও স্বজনদের শোকের মাতমে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্ট হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.