আমাদের কথা খুঁজে নিন

   

ওদের সবার এক সময় বুকভরা স্বপ্ন ছিল.......



ওরা সবাই এক সময় আমাদের মতই সুস্থ ছিল। কিন্তু ভাগ্যের করুণ পরিহাস,কোন এক এক্সিডেন্টের কবলে পড়ে তাদের জীবনের সকল স্বপ্ন আজ ধূলিস্যাৎ। PDF (Physically-Challenged Development Foundation) এর EMB (English Medium Branch) শাখার উদ্দোগে সাভারের CRP তে পক্ষাঘাতগ্রস্থ শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ইফতার করার সুযোগ হলো। ইফতারের আগে সবার সাথে পরিচিত হলাম। কি করে তাদের এই অবস্থা হলো তাও শুনলাম।

শুনে খুব কষ্ট লাগল। তারাও এক সময় আমাদের মত সুস্থ ছিল,ছিলো আমাদের মত জীবন গড়ার স্বপ্ন। কেউ গাড়ী এক্সিডেন্ট,কেউ গাছ থেকে পড়ে,নানা রকম এক্সিডেন্টের কবলে পড়ে তারা সবাই এখন শারীরিকভাবে অক্ষম। (প্রথমেই CRP এর ব্যাপারে বলে নেই। এটার প্রতিষ্ঠাতা সিস্টার ভেলরী এ টেইলর।

তিনি স্বাধীনতার পরে বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে পীড়িত লোকদের দেখে তিনি বাংলাদেশে থেকে যান এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন এমনকি তিনি বিবাহ করেন নি। অদ্যবধি তিনি এই ধরনের মানুষের সেবায় নিয়োজিত। আজ থেকে ২৫বছর আগে তিনি CRP প্রতিষ্ঠা করেন।

এর মাধ্যমে তাদের চিকিৎসা দেয়া হয় এবং বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে তাদের জীবিকা সংগ্রহের ব্যবস্থা করা হয়। ) তারা সবাই এখন সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন দেখে। তারা বিভিন্ন কোম্পানীতে অপারেটিং এর কাজ করছে। তারা পেইন্টিং শিখছে। এদেরই একজন ইব্রাহিম মুখ দিয়ে ছবি একেঁ দেশজুড়া সুনাম কুড়িয়েছেন।

তারা এখন ড্রাইভিং শিখছে। তাদের সবার মাঝে দেখলাম ঘুরে দাঁড়ানোর অদম্য প্রয়াস। তারা আর সমাজের বোঝা হয়ে থাকতে চায়না। আমাদের পেয়ে তাদের মধ্যে যে আবেগ ও অনুভূতি দেখতে পেলাম তা সত্যিই অকল্পনীয়। আর বিশেষ করে সিস্টার ভেলোরী এ টেইলরের আন্তরিকতা দেখে বিস্মীত হলাম।

কি করে একটা মানুষ সুন্দর একটা জীবন ফেলে পীড়িতদের সেবায় নিজেকে বিলিন করে দিল! মন থেকে তার জন্য দোয়া বের হয়ে আসলো। প্রভূ যেন তাকে আরও অনেকদিন বাঁচিয়ে রেখে তাদের সেবা করার সুযোগ দেন। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.