আমাদের কথা খুঁজে নিন

   

রমজানের পবিত্রতা রক্ষার সেইসব কৃতি বান্দারা-সাময়িক পোস্ট

:)

আমি আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব মানুষদের যারা পবিত্র রমজান মাসের মরযাদা রাখায় বিশেষ ভূমিকা রাখায়। ১। প্রথমেই বলছি রাজনীতিবিদদের কথা। পবিত্র রমজান মাসে গীবত, সন্ত্রাস, দুর্নীতির মাধ্যমে তাঁরা যেভাবে রমজানের পবিত্রতা রক্ষায় এগিয়ে এসেছেন তা সত্যিই প্রশংসনীয়। ২।

এক বিরাট সংখ্যক সরকারী কর্মকর্তা কর্মচারীর জোহর নামাজের আগে ও পরে যেভাবে সার্ভিস চার্জ (ঘুষ আর কি) ও প্রফিট শেয়ারিং প্ল্যান (পারসেন্টেজ) এ অংশ নিয়েছেন তা সত্যি অবিশ্বাস্য সাফল্যের পরিচয়দায়ক। ৩। রমজানের নিত্যপ্রয়োজনীয় জিনিষের বিশাল মুল্যবৃদ্ধির যে ঐতিহ্য ব্যবসায়ীরা দেখান তাতে যা তাদের দোজাহানের অশেষ নেকী হাসেল হয় তাতে কোনই সন্দেহ নাই। ৪। রমজানে ইফতারীর খাদ্যযজ্ঞ, ইদ শপিংএর নামে টাকার ফুলঝুড়ি ঝরান যারা তারা নিশচয়ই আল্লার পেয়ারা বান্দা।

৫। রোজার মধ্যে একশ্রেণীর ব্লগার যেভাবে প্রভার পর্নভিডিওর (যেটি গণপ্রচারের জন্য তোপিরী হয়েছে বলে শোনা যায়নি) লিংক চালাচালি করেছেন তাতে যে তারা অশেষ সোয়াব হাসিল করেছেন তাতে কোনই সনদেহ নাই। প্রভার ভিডিও আপলোড করে সেটা যে স্টিকি পোস্ট হয়নি সেটাই বিস্ময়কর। (তীব্র উপহাস করার ইচছে নিয়ে লিখলাম। উপরের কোন একটি কর্মে যারা ছিলেন তাদের কাউকে মানসিকভাবে আহত করতে পারলে আমার পোস্ট সার্থক।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।