আমাদের কথা খুঁজে নিন

   

কারওয়ান বাজারে অবরুদ্ধ হলেন ভ্রাম্যমাণ আদালত



বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে গতকাল শনিবার বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। এ সময় দুই উপসচিব ঘটনাস্থল থেকে নিরাপদ আশ্রয়ে চলে গেলেও ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ ছিলেন। পরে র‌্যাব-পুলিশের সঙ্গে আলোচনার পর ব্যবসায়ীরা শান্ত হন। পুলিশ জানায়, গতকাল ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজারের সিদ্দিক এন্টারপ্রাইজে অভিযান চালান। এ সময় আদালত দেখতে পান, ওই ব্যবসাপ্রতিষ্ঠান সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে দু-তিন টাকা বেশি দরে চিনি বিক্রি করছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন সিদ্দিক এন্টারপ্রাইজের মালিককে এক লাখ জরিমানার প্রস্তুতি নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় আশপাশের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতকে ঘেরাও করে রাখেন। আদালতের সঙ্গে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আতাউর রহমান আশ্রয় নেন জাহাঙ্গীর টাওয়ারে। আরেকজন উপসচিব আশ্রয় নেন টিসিবি ভবনে। ব্যবসায়ীরা বলেন, ‘হয়রানি করায় আমরা প্রতিবাদ করছি।

আমরা চিনি ৪৯ টাকা ২০ পয়সা কিনে ৫০ টাকা বিক্রি করি। এ জন্য আমাদের এক লাখ টাকা জরিমানা করা হলো। ’ উপসচিব আতাউর জানান, চিনি প্রতি কেজি বিক্রি করার কথা ৪৪-৪৫ টাকা, সেটা তারা বিক্রি করছে ৪৯ টাকা। সরকারি প্রস্তাবিত মূল্য ৪৭ টাকা। ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যবসায়ীরা একসঙ্গে জড়ো হয়ে কলাপসিবল গেট বন্ধ করে দেয়।

এটা পরিকল্পিতভাবে হতে পারে। আমাদের ফোর্স কলাপসিকল গেট খুলে দিলে টিমের সদস্যরা একেক দিকে দৌড়ে চলে যান। ’ ঘটনার সময় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরে ব্যবসায়ীদের সঙ্গে পুুলিশের বৈঠক শেষে পরিস্থিতি শান্ত হয়ে আসে। পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতকে ঘেরাও করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ সময় র‌্যাব সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে সিদ্দিক এন্টারপ্রাইজকে জরিমানার টাকাও দিতে হয়নি। ব্যবসায়ীদের দাবি, গত ১৭ আগস্ট একই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.