আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর ব্যবসায়ীদের হামলা, ভাঙচুর



বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে তারা ক্ষান্ত হয়নি। তাদের মার্কেটের ভেতরে আটকে রাখে ব্যবসায়ীরা। পরে পুলিশ ও র‌্যাব লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে সচিব ও ম্যাজিস্ট্রেটকে নিরাপদে সরিয়ে নেয়। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষুব্ধ ব্যবসায়ীরা এ সময় ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর করে এবং আদালতের কর্মকর্তাদের ধাওয়া দেয়। ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করার অভিযোগে কারওয়ান বাজারের চিকেন মার্কেটের দুটি দোকান থেকে জরিমানা আদায় করলে ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে এ কাণ্ড ঘটায় বলে জানা গেছে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহি ম্যাজিস্ট্রেটের অফিস সহকারী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার বিকেল ৩টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহি ম্যাজিস্ট্রেট ডা. রহিমা খাতুনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজারের চিকেন মার্কেটে অভিযান পরিচালনা করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডক্টর আতাউর রহমান ও উপসচিব রেজোয়ান আহমেদ উপস্থিত ছিলেন।

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় কিচেন মাকের্টের মেসার্স সিদ্দিক ট্রেডার্সকে (২২২ নম্বর দোকান) ১ লাখ টাকা ও সিরাজ জেনারেল স্টোরকে (২২৬ নম্বর দোকান) ২ হাজার টাকা জরিমানা করে। জরিমানা আদায় করায় ব্যবসায়ীরা একত্রিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ব্যবসায়ীরা মার্কেটের মূল ফটক বন্ধ করে দেয়। তিনি আরও বলেন, সচিব ও ম্যাজিস্ট্রেটসহ সব কর্মকর্তাকে আটকে রেখে বিক্ষোভ করতে থাকে ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে ছুটে যায়।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশ ও র‌্যাব একত্রিত হয়ে ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ করে। পরে সচিব ও ম্যাজিস্ট্রেটসহ অনান্য কর্মকর্তাকে বাইরে বের করে আনে। পুলিশ বেষ্টনীতে তারা বের হয়ে আসার সময় কারওয়ান বাজারের ব্যবসায়ী ও শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া করে। তারা ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ি ভাঙচুর করে। ওই সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এক পর্যায়ে নির্বাহি ম্যাজিস্ট্রেট ডা. রহিমা খাতুন ও যুগ্ম-সচিব আতাউর রহমান পল্লী ভবন এবং উপসচিব রেজোয়ান আহমেদ একুশে টিভি ভবনে আশ্রয় নেন। সেখানেও ব্যবসায়ী ও শ্রমিকরা হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে সংঘবদ্ধ ব্যবসায়ী ও শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। ম্যাজিস্ট্রেট ডা. রহিমা খাতুন বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় মেসার্স সিদ্দিক ট্রেডার্সের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক মামলা করা হয়েছে।

সরকারি কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে না গেলে ব্যবসায়ীরা আমাদের মেরেই ফেলতো। কাউকে হয়রানি করার জন্য সেখানে কোন ধরনের অভিযান চালানো হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.