আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের ক্যানভাস

নীলকান্ত মণি মানে নীলা পাথর। নীলা পাথর নাকি সবার ভাগ্যে সহ্য হয় না। এ জন্যই মনে হয় আমার জীবনটা এমন। কারণ, আমিও যে নীলকান্ত মণি!!!

আমার স্বপ্নের ক্যানভাসে আসো তুমি এক মুঠো আলো হাতে, রঙীন সব আলো- সে সব আলোর রঙে আমি একের পর এক স্বপ্ন বুনে যাই- বাস্তবতা বিবর্জিত- এক একটি রঙীন স্বপ্ন। হঠাৎ তারা বিবর্ণ হয়ে যায় বাস্তবতার করাল ঘাতে- অসহায় আমি, স্বপ্নগুলো খুঁজে ফিরি এখানে-সেখানে।

ক্রমশ বিবর্ন স্বপ্নগুলো বিলীন হয়ে যায়, অনন্ত সময়ের বুকে- ঠিক তখন আমার ঘুম ভাঙে। সবচেয়ে প্রিয় মুখটাকে হারানোর কষ্ট আমাকে তাঁড়িয়ে বেরায় সারাটা দিন, প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে। বাস্তবতার দেয়ালে হোঁচট খেয়ে চেয়ে থাকি আমি অসহায়ের মত- ঠিক যেনো এক ডানা-ভাঙা পাখি, দু'চোখে কেবলই ওড়ার স্বপ্ন- কিন্তু উড়তে পারবো না হয়তো কোনোদিন। এভাবেই একটি করে দিন চলে যায়, দিন গিয়ে আসে রাত, আবার আমি নতুন করে স্বপ্ন বুনি, আমার স্বপ্নের রঙীন ক্যানভাসে- অবাস্তব রঙীন সব স্বপ্ন। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.