আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণীদের বাঁচতে দাও

আমার আমি নাই

আমি একজন মা তাই আজ অনেক ব্যথা অনেক কষ্ট ও অনেক অনুভূতি নিয়ে লিখছি। আমাদের দেশে যেভাবে পৌরসভার অনুমতি নিয়ে কুকুর নিধন করা হচ্ছে এটা অমানবিক ছাড়া কিছু না। কুকুরও ঈশ্বরেরই সৃষ্টি। আমি ওদের লালনপালন করি এবং আমি রাসত্মাঘাটে যেখানেই ওদের পাই কিছু না পারলেও ওদের ৰুধা নিবারণ করি। আমার বাসার নিচের কুকুরগুলোকে আমি প্রতিদিন প্রতিবেলা খাবার দিয়ে যাচ্ছি।

আজ দুদিন হলো (৩০ আগস্ট) পৌরসভার লোকজন এসে আমার প্রিয় প্রাণীটিকে মেরে ফেলল। কুকুরটি গর্ভবতী ছিল। অনেক অনুরোধ করা সত্ত্বেও ওরা ওকে বাঁচতে দিল না। ওকে এই পৃথিবী থেকে বিদায় করে দিল। আমি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব।

বিদেশে যেভাবে কুকুরদের বাঁচার অধিকার আছে, সে সব সুযোগসুবিধা পেলে ওরা সুস্থভাবে বাঁচতে পারে। প্রয়োজনে সরকার ওদের বছরে একবার করে ভ্যাকসিন দেয়া ও লাইগেশনের ব্যবস্থা করতে পারে। আমি ওদের মৃতু্য যন্ত্রণা দেখেছি। এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না ওর বাঁচার আকুতির চিৎকারগুলো। মনে হলো আমার সনত্মান।

আমার কাছে বাঁচতে চায়, কিন্তু আমি নিরম্নপায়। ওরা সৃষ্টিকর্তার জীব। আমাদের যেমন বাঁচার অধিকার আছে তেমনি ওদেরও আছে। ওরা মানুষের অনেক উপকারও করে। ওরা অনেক প্রভুভক্ত।

ওদের বাঁচতে দিন। আমি ওদের প্রাণ ভিৰা চাচ্ছি। বিদেশের মতো আমাদের দেশেও ওদের বাঁচার অধিকার দেওয়া হোক। ওরা মানুষের পরমবন্ধু।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।