আমাদের কথা খুঁজে নিন

   

ছোলা ভাজা

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য (www.vulusrecipe.com)
পেয়াজু, বেগুনীর সাথে আমাদের প্রতিদিনের ইফতারে আরেক অনুষঙ্গ এই ছোলা ভাজা। যা যা লাগবে ছোলা ১ কাপ ছোট আলু ২০০ গ্রাম (২টি) জিরা গুঁড়া ১/২ চা চামচ আদা কুচি ১ টেবিল চামচ রসুন বাটা ১/২ চা চামচ পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ লবণ পরিমাণমতো তেল ১ টেবিল চামচ লেবুর রস স্বাদমতো পানি সিদ্ধ করার জন্য পরিমানমতো গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ কাঁচামরিচ কুচি ৩/৪ টা মাঝারী মরিচ ধনেপাতা কুচি ২ টেবিল চামচ প্রণালী প্রথমে ছোলা ৭/৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পরিমানমতো পানি দিয়ে সিদ্ধ করে নিন। আমি ইফতারীতে করার জন্য সেহরী শেষ করে, কখনো ইফতারের পরই ছোলা ভিজিয়ে রাখি। ছোলা সিদ্ধ হতে হতে একই সাথে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন। সিদ্ধ আলু ছোলার সাইজে (ছোট-বড় হলে অসুবিধা নেই) কিউব করে কেটে নিন।

এবার একটি কড়াইতে তেল গরম করে আদা কুচি দিন, হালকা ভাজুন। এবার জিরা, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে ভেজে গোলমরিচ দিয়ে কষিয়ে নিন। খেয়াল রাখবেন এসময়ে যেন মশলা পুড়ে না যায়। মশলা পুড়তে দেখলে ১ চামচ পানি দিন এতে। এবার আলু, ছোলা ও লবণ দিয়ে বেশ করে ভাজুন।

ভাল করে ভাজা হলে আলু বাদামি রং ধরবে এবং আলুর কিউব ভাবটা কিছুটা ক্ষয়ে যাবে। নামিয়ে নেয়ার ২/৩ মিনিট আগে কাচামরিচ কুচি দিয়ে আবার নেড়ে দিন। ২/৩ মিনিট পর নামিয়ে তাতে লেবুর রস আর ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন। টিপস মশলার পরিমান কম-বেশি হলে অসুবিধা নেই, স্বাদ অনুযায়ী কম-বেশি করতে পারেন। গোলমিরচের গুঁড়া না দিলেও চলবে, তেমনি ঝাল করতে চাইলে কাচামরিচ কিছুটা বাড়িয়েও দিবেন।

তবে ছোলা যেন ভাজা হয় ভাল। ছবিঃ বাজার থেকে কেনা ছোলা ভাজার, তাই দেখতে ভাল হয়নি। ইমেইলে নতুন রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করুন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.