আমাদের কথা খুঁজে নিন

   

আমার মোবাইল ছবি ব্লগ ১.০ [স্পেশালি কুমিল্লার গোমতি নদী]

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

ইদানিং দেখি সবাই ছবি ব্লগ দিয়ে বাহ বাহ বিশাল নাম কামাচ্ছে ভাবলাম আমিও একটু দেই দেখি সবাই কেমন বলে । গোমতী নদীর ৭ টা ছবি শেয়ার করলাম আশা করি ভালো লাগবে । সবগুলো ছবি মোবাইল নকিয়া এন ৭৩ দিয়ে তোলা তবে পরবর্তীতে ফটোশপের ভিতর দিয়ে বের হয়েছে । কুমিল্লার গোমতি নদীর তীর থেকে তোলা মোবাই্ল দিয়ে এ ছবিটা উঠাতে অনেক কষ্ট করতে হয়েছে কারণ মোবাইলে ছবি তুলতে কাছে যাওয়া লাগে আর যতবারই আমি কাছে গিয়েছি ততবারই পাখি উড়ে যেতো ভাবতো তাকে মারতে আসতেছি অবশেষে একটা পাট ক্ষেতে লুকিয়ে উঠাতে হয়েছে । যখন ফাকি দিয়ে যাচ্ছে সুর্য টা বলছে বাই বাই গোমতির তীরে রোদটা একটু বেশিই ছিলো তাইতো ভাগ্যক্রমে এতসুন্দর ভিউ পেলাম মাথার ভিতরে থীম ছিলো যে এলোন ট্রি দেখাবো নি:স্ব এক গাছ কিন্তু হয়নি তবে আমার কাছে ভালোই লাগছে রুপ তার সবটাই খোলা কেন জানি এই গাছটা আমাকে মুগ্ধ করেছে যখন গোমতী তার ভরা যৌবনে আজকে এই সাতটাই দিলাম গোমতী নদীর আরও ছবি আগামী পোস্টে পাবেন ।কেমন লাগলো জানাবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.