আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা সেতুতে স্থানীয় পরামর্শক সেনাবাহিনী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পের স্থানীয় পরামর্শক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি জানান, এরই মধ্যে মাওয়া পয়েন্টে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে মালামাল ও লোকবল নিয়োগ করা হয়েছে। কিছু দিনের মধ্যে জাজিরা পয়েন্টেও সংযোগ সড়ক এবং সার্ভিস এলাকা নির্মাণ কাজ শুরু হবে। গতকাল সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওবায়দুল কাদের। পদ্মার মূল সেতু নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও জানান, আশাবাদী হওয়ার মতো খবর হচ্ছে মোট তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান মূল সেতু নির্মাণের দরপত্র কিনেছে। আর পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ১১টি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে। এখন টেকনিক্যাল কমিটি যাচাই-বাছাই করে ওয়ার্ক অর্ডার দেবে। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু বিশ্বব্যাংক এবং তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর নকশা ও পরিকল্পনা অনযায়ী নির্মাণ করা হবে। আমরা শুধু অর্থায়ন করব। নকশায় কোনো পরিবর্তন আনা হবে না। সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী ঈদ-পরবর্তী সময়ে সড়ক-মহাসড়কে দুর্ভোগের কথা উল্লেখ করে বলেন, এর মূল কারণ একটি রাজনৈতিক দলের হরতাল। এ ছাড়া আনফিট গাড়ি বিকল হওয়াও যানজটের একটি কারণ। তিনি বলেন, মন্ত্রী হিসেবে আমি এই দায় এড়াতে পারি না। এ জন্য আমি দুঃখিত। আগেও ক্ষমা চেয়েছি, এখনো চাচ্ছি। পার্বত্য জেলার বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদফতরের অধীনে থাকা পার্বত্য জেলার সব সড়ক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অথচ এখন এসব রাস্তা খারাপ হওয়ায় জনদুর্ভোগ বাড়ছে। দায় আসছে যোগাযোগ মন্ত্রণালয়ের ওপর।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.