আমাদের কথা খুঁজে নিন

   

'একাত্তরের মতো প্রতিরোধ গড়ে তুলতে হবে'

সারা দেশে জামায়াত-শিবিরের সহিংসতার সঙ্গে যোগ হয়েছে পাকিস্তানি জঙ্গিবাদ। তারা উসকানি দিয়ে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছে। বিপন্ন করছে আমাদের গণতন্ত্রকে। এর বিরুদ্ধে দেশের সর্বসাধারণকে একাত্তরের মতো প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল বিকালে রাজধানীর পাবলিক লাইব্রেরির সামনে কিশোর-ছাত্র-যুব-নারী-শ্রমিক-ক্ষেতমজুর-সাংস্কৃতিক কর্মী-পেশাজীবী জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আসলাম খান, বর্তমান সভাপতি এস এম শুভ, গার্মেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান শামীম, যুব ইউনিয়নের সভাপতি আবদুল্লাহ আল কাফি, কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন বক্তব্য রাখেন।

কামাল লোহানী বলেন, মুক্তিযুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করেছিল। বর্তমানে জামায়াত-শিবিরকে মদদ দিয়ে এই সাম্রাজ্যবাদী শক্তি দেশে অচলাবস্থা সৃষ্টি করেছে। এর উদ্দেশ্য তাদের লুটতরাজ অব্যাহত রাখা। সমাবেশ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করা, জামায়াতের অর্থনৈতিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করাসহ বিভিন্ন দাবি জানানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.