আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাদারহুডের শীর্ষ নেতা গ্রেফতার

মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্দিক নেতা মুহাম্মদ বাদিয়িকে কায়রো থেকে গ্রেফতার করা হয়েছে। মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বাদিয়িকে পূর্বাঞ্চলীয় নাসর শহরের একটি এপার্টমেন্টে আটক রাখা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বাদিয়ির গ্রেফতার মুসলিম ব্রাদারহুডের জন্য বেশ বড় একটি আঘাত এবং এই গ্রেফতার অন্তর্বর্তীকালীন সরকার এবং ব্রাদারহুডের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। কিছুদিন আগেই মুহাম্মদ বাদিয়ির ছেলে, আমর বাদিয়ি একটি বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে নিহত হন। ৩ জুলাই ব্রাদারহুড সমর্থিত নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিশরজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে।

মুরসি সমর্থকদের উসকে দেওয়ার জন্য বাদিয়িকে দায়ী করা হচ্ছে।

এএফপির খবরে বলা হয়, মিসরের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই গ্রেফতারের ঘটনা দেশটির আইনশৃঙ্খলা আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। মিসরে নিরাপত্তা বাহিনী ও মুরসি সমর্থকদের মধ্যে দেশব্যাপী কয়েক দিনের সংঘর্ষে প্রায় ৯০০ লোক নিহত হয়।

এদিকে বিচার বিভাগ সূত্র জানায়, মুরসির বিরুদ্ধে নতুন করে অভিযোগ করা হয়েছে। গত ৩ জুলাই সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তাকে গোপন স্থানে বন্দী রাখা হয়েছে।

মিসরকে সামরিক সহায়তা বন্ধ করলেন ওবামা: মিসর সরকারকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অত্যন্ত গোপনে ওবামা প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে বলে মার্কিন দৈনিক ডেইলি বিস্ট খবর দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন সাকির বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এ বছরের সামরিক সহায়তা হিসেবে মিসরকে এখনো সাড়ে ৫৮ কোটি ডলার দেওয়া বাকি রয়েছে। বর্তমান অবস্থায় তা আর দেওয়া হবে না।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.