আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপের আহ্বান প্রত্যাখ্যান ব্রাদারহুডের

মিসরে চলমান সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের ব্যাপারে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাউয়ির আহ্বান প্রত্যাখ্যান করেছে মুসলিম ব্রাদারহুড।
আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র জেহাদ আল হাদাদ সংলাপের ওই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
গতকাল দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাউয়ির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘আমার মনে হয়, এখন আমাদের ঐক্য দরকার। বিভাজন চলতে পারে না। ’
অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর এই আহ্বানের প্রতিক্রিয়ায় মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র জেহাদ আল হাদাদ বলেছেন, হাজেম আল-বেবলাউয়ির সামরিক বাহিনী গঠিত সরকারের প্রতিনিধিত্ব করছেন।

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মুরসিকে পুনর্বহাল না করা পর্যন্ত তাঁরা কোনো সংলাপে যাবেন না।
জেহাদ আল হাদাদ আরও বলেন, অভ্যুত্থানবিরোধীদের দিকে বন্দুক তাক করা। এ অবস্থায় সংলাপ হতে পারে না।
মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ৩ জুলাই সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে। এর প্রতিবাদ ও মুরসিকে পুনর্বহালের দাবিতে তাঁর সমর্থকেরা অব্যাহতভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.