আমাদের কথা খুঁজে নিন

   

সিডনিতে স্পাইডারম্যান আটক



হলিউডের সাড়া জাগানো সিনেমা স্পাইডার ম্যান দেখে নিজেই স্পাইডারম্যান সাজতে গিয়ে বেরসিক পুলিশের হাতে আটক হয়েছেন বাস্তব স্পাইডার ম্যান। সোমবার একজন ফরাসি আরোহি সিডনিতে ৫৭ তলা লুমিয়েরে দালানের চূড়ায় উঠার পর পুলিশ তাকে আটক করে। একদম খালি হাতে কোন কিছুর সাহায্য ছাড়াই তিনি এ কাজটি করেছেন। সোমবার ৫৭ তলার দালানটির চূড়ায় উঠতে মাত্র ২০ মিনিট সময় নেন তিনি। এসময় নিচে অসংখ্য মানুষ তার এই অসাধ্য সাধন প্রত্যক্ষ করছিল।

অ্যালিয়েন রবার্ট নামের ওই আরোহি বিশ্বের সব উঁচু ভবনে দড়ি বা অন্য কোন যন্ত্রপাতির সহায়তা ছাড়াই উঠার ক্ষেত্রে ইতিমধ্যে চমক সৃষ্টি করেছেন। গতবছর সিডনিতে ৪১ তলা বিশিষ্ট রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড বিল্ডিং এর ছাদে স্পাইডর ম্যান স্টাইলে উঠার জন্য তাকে ৭শ ৫০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছিল। তবে আজকের এ কাজের জন্য তার বিরুদ্ধে এখনো কোন অভিযোগ আনা হয়নি। উল্লেখ্য, এর আগে অনেকগুলো আকাশচুম্বি অট্টালিকায় তিনি চড়েছেন। তবে প্রত্যেকবারই তাকে হয় আটক করা হয়েছে নতুবা জরিমানা গুণতে হয়েছে।

৪৮ বছর বয়সি এ দালান আরোহি এর আগে ৭০ টিরও বেশি অতি উচ্চ দালানে আরোহণ করেছেন। এর মধ্যে এম্পায়ার স্টেট বিল্ডিং, সিয়ার্স টাওয়ার এবং কুয়ালালামপুরে পেট্রোনাস টুইন টাওয়ারের মতো বিল্ডিংও রয়েছে বলে রবার্টের ব্যক্তিগত ওয়েবসাইট সূত্রে জানা যায়। (শীর্ষ নিউজ )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।