আমাদের কথা খুঁজে নিন

   

সিডনিতে ‘জন্মভূমির গান’

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘জন্মভূমির গান’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। সিডনির শিল্পপাড়া খ্যাত অক্সফোর্ড স্ট্রিট এলাকার কুইন স্ট্রিট আর্ট গ্যালারিতে আজ শনিবার এক আনন্দঘন পরিবেশে এই চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন হয়। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশের বেঙ্গল গ্যালারি এবং অস্ট্রেলিয়ান ফ্রেন্ডস অব বাংলাদেশের যৌথ উদ্যোগের এই আয়োজনে বাংলাদেশের ১০ জন শিল্পীর ৪০টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। অনুষ্ঠানের শুরুতে লালনগীতি পরিবেশন করেন শিল্পী লরা ও মিতুল।

ফুল দিয়ে শিল্পীদের শুভেচ্ছা জানান বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক আনোয়ার আকাশ।
চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন সাউদার্ন ক্রস ইউনির্ভাসিটির উপাচার্য জন দাউদ। অনুষ্ঠানে বক্তব্য দেন অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকারের সাংসদ লউরি ফার্গুসন এবং সাংসদ ফিলিপ রডক, শিল্পী রফিকুন নবী, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী, আইনবিদ ডেভিড বাইটেল, প্যারামাটা কাউন্সিলের কাউন্সিলর শাহাদাত হোসেন, আনন্দপাঠের পরিচালক আমিনুর ইসলাম কায়সার, শিল্পাচার্য জয়নুল আবেদিনের নাতনি মানিজে আবেদিন প্রমুখ।
বেঙ্গল গ্যালারির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ এগিয়ে চলেছে চিত্রশিল্পে। এর ছোঁয়া লাগুক পৃথিবীর সবখানে।

এগিয়ে আসুক আমাদের আগামী প্রজন্ম। সূচিত হোক সুন্দর এক বিশ্ব। যেখানে আমরা সবাই এক।
প্রদর্শনীতে শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আব্দুশ শাকুর শাহ, ফরিদা জামান, রনজিত দাশ, কনক চাঁপা চাকমা, মোহাম্মাদ ইকবাল, তাহেরা খানম, রোকেয়া সুলতানার চিত্রকর্ম স্থান পেয়েছে। ভিসা না হওয়ার কারণে শিল্পী কাইয়ুম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

বাকি সব শিল্পী উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।