আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারভিউ : মৌসুমী বিশ্বাস

গভীর কিছু শেখার আছে ....

গতকাল কথা হলো অভিনেত্রী মৌসুমী বিশ্বাসের সঙ্গে। সেগুলো শেয়ার করলাম এখানে- বর্তমানে আপনার কি কি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে? বর্তমানে চলছে দেশ টিভিতে মেট্রো, এটিএন বাংলায় নন্দীনী, আমাদের সংসার, প্রজাপতি মন, মাধবী ভিলা, চ্যানেল আইতে চন্দ্রমগ্ন, চৈতা পাগল ও বৈশাখী টিভিতে মোমের পুতুল। নতুন কোন ধারাবাহিকে কাজ করেছেন? হ্যাঁ, নতুন কয়েকটি ধারাবাহিকে কাজ করেছি। শীঘ্রই এগুলোর প্রচার শুরু হবে। এগুলোর মধ্যে রয়েছে জুয়েল মাহমুদের পরিচালনায় 'চুপ আদালত চলবে', দেবাশীষ বড়ুয়া দ্বীপের পরিচালনায় 'বাকি ভাই প্রাইভেট লিমিটেড', মতিয়া বানু শুকুর পরিচালনায় 'ও চাঁদ' প্রভৃতি।

ঈদের জন্য কি কি নাটক করলেন? বিভিন্ন চ্যানেলে এত বেশি ধারাবাহিক নাটকের কাজ করছি যে ঈদের জন্য তেমন বেশি কাজ করতে পারিনি। তবুও এরই মধ্যে কাজ করেছি তৌকীর আহমেদের পরিচালনায় 'প্রকৃতস্থ', নুরুল আলম আতিকের পরিচালনায় 'সাইফুল আর্টিস', হিমেল আশরাফের পরিচালনায় 'গিরগিটি', রায়হান খানের পরিচালনায় 'কালো ভ্রমরা', সতীর্থ রুবেলের একটিসহ ৭/৮টি নাটক। এত নাটক করছেন, সময় সমন্বয় করছেন কিভাবে? আসলে মাঝে ধারাবাহিক নাটকের কাজ খুব বেশিই হাতে নিয়ে ফেলেছিলাম। এজন্য দেখা যায় ভাল কাজের মাঝে খারাপ কাজও চলে যায়। এখন তাই নতুন কোন ধারাবাহিকের কাজ হাতে নিচ্ছি না।

বেছে বেছে কাজ করছি। ধারাবাহিক নাটকগুলোর চরিত্রের মাঝে ভিন্নতা না থাকলে দর্শকরাও বোর ফিল করেন। যেমন, চন্দ্রমগ্ন নাটকে পতিতা ও চৈতা পাগল নাটকে বিধবার চরিত্রে অভিনয় করছি। তাই এখন থেকে গতানুগতিক ধারার বাইরে নাটকের গল্প হলেই কেবল কাজ করব। দৈনিক জনকন্ঠে প্রকাশিত


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।