আমাদের কথা খুঁজে নিন

   

দিনরাত্রির কাব্য (৫ম কিস্তি)

চিরদিনই তোমারই তো থাকব!

চিন্তা-টেনশন মোটেই হচ্ছে না (০৭ ই মে, ২০১০ সকাল ৯:৩৪) তুমি নিশ্চয়ই ঠিকমত পৌঁছেছো। হয়ত মোবাইলটা ভুলে ব্যাগে রয়ে গেছে বলে রিং শুনতে পাচ্ছ না, মেসেজ পাচ্ছ না। কিংবা হয়ত এখনো পৌঁছাওনি, আঙ্কেল পাশে বসে আছেন বলে জবাব দিতে পারছো না ফোনের। কিংবা হয়ত আত্মীয়-স্বজনের সাথে বসে আছো, গল্প করছো, মোবাইলের দিকে খেয়ালও নেই। আল্লাহ তোমার সাথেই আছেন।

তুমি নিশ্চয়ই ভাল আছো, তুমি খারাপ থাকতেই পারো না। কিছুতেই না! কাজের কথা (০৯ ই মে, ২০১০ সকাল ৯:৩৫) অনেকদিন পর আজ ডাল-ভাত খেলাম। বিরিয়ানি খেতে খেতে অবস্থা কেরোসিন হয়ে যাচ্ছিল। যাই হোক, কাজের কথায় আসি। :``>> তোমায় আমি অনেক ভালবাসি! ঘুম (১৪ ই মে, ২০১০ সকাল ১১:৪০) সারাদিন কত ব্যস্ত যে থাকো, বাব্বা!! আমি হলে অল্পেই ক্লান্ত হয়ে যেতাম।

তুমি বলেই পারো! অনেক অনেক দিন পর আজ একটু শান্তি করে ঘুমাচ্ছ। তোমার মাথায় হাত বুলিয়ে দিতে পারলে হয়ত ঘুমটা আরও ভাল হত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।