আমাদের কথা খুঁজে নিন

   

দিনরাত্রির কাব্য (২য় কিস্তি)

চিরদিনই তোমারই তো থাকব!

এটাই বোধ হয় ভালবাসা! ২২ শে মার্চ, ২০১০ সকাল ১০:২৯ অদ্ভুত এক ভাল লাগা থেকে এখানে আসা। আর লিখতে বসা। দিনগুলো যেন ঘোরের মত কাটছে। এত এত হাসছি, বন্ধুরা অবাক হয়ে যাচ্ছে। আমি তো এমন ছিলাম না।

কী হচ্ছে আমার! এর আগে 'তুমি' বলে ডেকেছি শুধু আব্বু-আম্মু, ছাত্র-ছাত্রী আর পরিচিত ছোটদের। এখনো সেই একই শব্দ 'তুমি', অথচ কেমন যেন একটা অনুভূতি হচ্ছে বুকের ভেতর। তবে কি এই 'তুমি' অন্যরকম! একই শব্দ অথচ কত আলাদা! এমনও হয়! কেন হয়? এটাই বোধ হয় ভাল লাগা! ২২ শে মার্চ, ২০১০ সকাল ১০:৪৬ এতটা সুন্দর করে তো পারব না, কীভাবে বলব কেমন লাগছে? কতটা ভাল আছি আমি। সবকিছু কি মুখে বলে দিতে হবে? অন্যরকম একটা রাত। হঠাত কী যে হল আমার! মনে হচ্ছিল, কী যেন হারিয়ে ফেলছি, অনেক অস্থির ছিলাম।

অনেক অনেক! কী যে করব! কীভাবে বলব? কী বলব? কেমন করে? কিছু মাথায় আসে না। সারাদিন এত্ত কথা বলি, আজকে কেন এখানে এসে আটকে যাচ্ছি? কই? সেই একই মানুষই তো! তাও, কেন মন খুলে বলতে পারছি না? তারপর হঠাত যেন সবকিছু শান্ত হল। আমি পারিনি শান্ত করতে। সবসময়ই পাশে যে থাকে, সেই করে দিল। বুঝে নিল আমার অস্থিরতা, আমি শুধু অবাক হয়ে দেখলাম।

এমন করেই যেন বুঝে নেয় সারাজীবন!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।