আমাদের কথা খুঁজে নিন

   

মরিনহোর রিয়ালের যাত্রা শুরু:দ্যা স্পেশাল ওয়ান ইজ হেয়ার

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>

নতুন রিয়াল মাদ্রিদ। নতুন স্বপ্ন। ব্যর্থতার নাগপাশ থেকে মুক্তি মিলবে_ এমন স্বপ্নে বিভোর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোটি কোটি ভক্ত-সমর্থক। নতুন রিয়ালের এই নতুন স্বপ্নের ফেরিওয়ালা হলেন হোসে মরিনহো।

কয়েক বছর ধরে যেখানে মরিনহো, শিরোপা যেন সেখানেই। গত মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা উপহার দেওয়ার মধ্য দিয়ে কোচ বিষয়টাকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছেন পর্তুগিজ মরিনহো। টানা দু'বছরের লা লীগা এবং টানা নয় বছর ধরে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা দুঃখ ভোলার জন্য মরিনহোকেই বেছে নিয়েছে রিয়াল। আনুষ্ঠানিকভাবে রিয়ালের মরিনহো যুগ শুরু হচ্ছে আজ থেকে। ২০১০-১১ মৌসুমে স্প্যানিশ লীগে আজ প্রথম মাঠে নামছে রিয়াল।

প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল ম্যালোরকা। মরিনহোর অন্তর্ভুক্তি রিয়াল শিবিরকে কোন মাত্রায় উদ্দীপ্ত করে তুলেছে সেটা অনুধাবন করার জন্য একটি তথ্যই যথেষ্ট। তাদের আক্রমণের মূল অস্ত্র ক্রিস্টিয়ানো রোনালদোর ভাষায়, 'যেহেতু আমাদের কোচ মরিনহো তাই আমরা প্রতিটি শিরোপা জয়ের আশা করছি। ' এদিকে লা লীগার মহাযুদ্ধে নামার আগে নিজের গৌরবময় অতীতকে ছাপিয়ে যাবেন_ এমন অঙ্গীকার মরিনহোরও। বলেছেন, 'গত ১০ বছরে আমি ১৭টি শিরোপা জিতেছি।

দুটি ভিন্ন দলের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জেতা তিন ফুটবল কোচের একজন আমি। রিয়ালের হয়ে আমি আরও বেশি সাফল্য পাব বলে আমার বিশ্বাস। ' মরিনহো এসেই নতুনভাবে সাজিয়েছেন রিয়ালকে। বিশ্বকাপ মাতানো বেশ কয়েকজনকে স্কোয়াডভুক্ত করেছেন তিনি। দলে এনেছেন গত বিশ্বকাপের জার্মান বিস্ময় মেসুত ওজিল ও সামি খেদিরা, আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেলো ডি মারিয়া, বহুল আলোচিত পর্তুগিজ ডিফেন্ডার কার্ভালহোকে।

আজ প্রথম পরীক্ষায় তাদের সবাইকে দেখা যাবে_ পাওয়া যাচ্ছে এমন আভাসও। শুরুতেই পরীক্ষায় নামার সাহসটা যে মরিনহোর আছে সেটা পরিষ্কার হয়ে গেল এবারও। তবে ইনজুরির কারণে পেপে, রাউল অ্যালবিয়োল কিংবা ব্রাজিলিয়ান প্লেমেকার কাকাকে মৌসুমের শুরুতে পাচ্ছেন না মরিনহো। এদিকে তারকাদের দল না হলেও ম্যালোরকা কিন্তু যে কোনো প্রতিপক্ষের জন্যই মাথাব্যথা। গত মৌসুমে লা লীগায় পঞ্চম স্থান পেয়েছিল তারা।

সবচেয়ে বড় কথা, তাদের কোচ সাবেক রিয়াল তারকা মাইকেল লউড্রাপ। রিয়ালকে তার তালুর মতো চেনা। আজ লউড্রাপের অভিজ্ঞতার সঙ্গে মরিনহো কীভাবে পাল্লা দেন সেটাই সবার দেখার বিষয়। সুত্র : সমকাল মরিনহো


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।