আমাদের কথা খুঁজে নিন

   

মরিনহোর বিরুদ্ধে চুরির অভিযোগ!

উত্তেজনা নেই, নেই রেজাল্টও। তবু প্রিমিয়ার লিগে চেলসি বনাম ওয়েস্টহাম যুদ্ধ শেষ পর্যন্ত বর্ণময় হয়ে থাকল এক অন্য যুদ্ধে। ‘দ্য স্পেশ্যাল’ ওয়ান বনাম ‘বিগ স্যাম’!

গত বুধবার রাতে চেলসির বিরুদ্ধে ৪-৩-৩ ছকে টিম নামিয়ে দেন ওয়েস্টহাম কোচ স্যাম অ্যালারডাইস। যে ছকে মরিনহোর চেলসিকে খেলতে দেখা যেত। এবং সেই স্ট্র্যাটেজি লেগেও যায়।

ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে, অন্তত তিরিশটা শট ওয়েস্টহাম গোলে অস্কার-হ্যাজার্ডরা নিলেও তাতে লাভ হয়নি। বরং ম্যাচ শেষে ওয়েস্ট হ্যাম কোচকে কটাক্ষ করে হোসে মরিনহো বলে বসেন, 'ওরা তো আজ ফুটবল খেলতে আসেনি। ফুটবল দু’টো দলের খেলা। আজ শুধু আমরাই খেললাম। এত দিন বলতাম প্রিমিয়ার লিগ হচ্ছে বিশ্বের সেরা।

কিন্তু ওয়েস্ট হ্যাম আজ আদ্যিকালের ফুটবল খেলে আমার ভুলটা ভেঙে দিল। '

যে মন্তব্যের কিছুক্ষণের মধ্যে মরিনহো আবার উত্তরও পেয়ে গেলেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে ওয়েস্টহাম কোচ নিজেও বহু বিতর্কে জড়িয়েছেন। স্যাম অ্যালারডাইস জানালেন, 'আমার কোনও মাথাব্যথা নেই মোরিনহোর মন্তব্য নিয়ে। ও নিজেই তো অ্যাওয়ে ম্যাচে গিয়ে ৪-৩-৩ ফর্মেশনে টিম নামায়।

তখন?'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।