আমাদের কথা খুঁজে নিন

   

মার্কস ইনস্টিটিউটে মেডিকেল টেকনোলজি কোর্স

মা বাবার সেবা করা সবচেয়ে বড় ইবাদত

আমাদের দেশে মেডিকেল টেকনোলজির বেশকটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এদের মধ্যে মার্কস ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অন্যতম একটি। সংক্ষেপে যা এমআইএমটি নামে পরিচিত। মেডিকেল টেকনোলজি শিক্ষার এই প্রতিষ্ঠানটির রয়েছে সরকারি অনুমোদনসহ রাষ্ট্রীয় চিকিত্সা অনুষদ ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অনুমোদন। জানা যায়, দেশের প্রখ্যাত চিকিত্সক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর মাসুদুর রহমান খান স্বীয় প্রচেষ্টায় গড়ে তোলেন মার্কস ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, যা ২০০৩-০৪ শিক্ষা বর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে।

কোর্সগুলো এমআইএমটিতে শিক্ষার্থীরা তিন বছর মেয়াদি ডিপ্লোমা এবং চার বছর মেয়াদি বিএসসি কোর্স করতে পারবেন। ডিপ্লোমা কোর্সগুলো হচ্ছে—১. ডিপ্লোমা ইন ফার্মেসি, ২. ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ল্যাব মেডিসিন), ৩. ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ( ডেন্টিস্ট্রি)। বিএসসি কোর্স দুটি হলো—১. বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি), ২. বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টিস্ট্রি )। একাডেমিক ও অবকাঠামোগত একাডেমিক ও অবকাঠামোগত দিক বিবেচনায় অনান্য মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটগুলো থেকে একধাপ এগিয়ে মার্কস। তথ্য মতে, রাষ্ট্রীয় চিকিত্সা অনুষদ ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত বিগত পরীক্ষায় অত্র ইনস্টিটিউট থেকে পাসের হার ছিল ৯৯%।

সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, যথেষ্ট ক্লাস, নির্দিষ্ট সময় অন্তর অন্তর ক্লাস পরীক্ষা এখানকার প্রতিটি শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে নিয়ে যায়। মার্কসের রয়েছে দক্ষ প্রশাসনিক ব্যবস্থা, বিষয়ভিত্তিক ল্যাব, লাইব্রেরি, সুবিশাল ক্যাম্পাস, শিক্ষা উপযোগী শ্রেণী কক্ষ এবং আবাসিক ব্যবস্থা। প্রশিক্ষণ ও ক্রেডিট ট্রান্সফার মার্কস ইনস্টিটিউ অব মেডিকেল টেকনোলজির পরিচালনাকারী দ্য মার্কস গ্রুপের রয়েছে ৫০ শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল। যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণের যথেষ্ট সুযোগ পান। এ ছাড়াও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের ক্রেডিট ট্রান্সফার করে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রিলিয়ায় যেতে পারেন।

ভর্তির যোগ্যতা ভর্তির জন্য ছাত্রছাত্রীকে এসএসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাস হতে হবে এবং জিপিএ-২.৫ থাকতে হবে। এইচএসসি বা সমমান পাস ছাত্রছাত্রীরাও ভর্তি হতে পারবেন। সরকার কর্তৃক অনুমোদিত সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চাকরিরত (৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন) অনূর্ধ্ব ৪০ বছরের বয়স্ক এইচএসসি পাস ব্যক্তিরাও ভর্তি হতে পারবেন। যোগাযোগ : এ/৩, মেইন রোড, মিরপুর-১৪, ঢাকা-১২০৬। ফোন : ৯৮৭১৫২৭, ৯৮৭২২৪১ ফ্যাক্স : ৮০৫৭৭৭৬।

ওয়েব : http://www.themarksgroupbd.com

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.