আমাদের কথা খুঁজে নিন

   

কার্ল মার্কস ও সংবাদপত্র

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

কার্ল মার্কস সংবাদপত্র সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন সমাজ-রূপান্তরের হাতিয়ার হিসেবে৷ তাঁর মূল লক্ষ্য সাংবাদিক বা সম্পাদক হওয়া নয়, সংবাদপত্রের মাধ্যমে সমাজ প্রগতিকে এগিয়ে নেয়া, সমাজবাদ সম্পর্কে জনগণকে সচেতন করা৷ মার্কস সংবাদপত্রের স্বাধীনতা, সংবিধান রচনা, রাষ্ট্রীয় প্রশাসনে বিশেষভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার মত বুর্জোয়া দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন৷ কিন্তু তাঁর মূল লক্ষ্য ছিল মেহনতী মানুষের মুক্তি, তাই তাদের গণতান্ত্রিক অধিকার এবং সমাজে বেঁচে থাকর জন্য মৌলিক চাহিদার পক্ষে তিনি জোরালো ভূমিকা নিয়েছেন৷ মার্কস নিজেকে তৈরী করেছেন একজন বিপ্লবী হিসেবে বুর্জোয়া গণতন্ত্রী অবস্থান থেকে কমিউনিস্ট হবার পথে সেটি ছিল তাঁর প্রথম পদক্ষেপ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.