আমাদের কথা খুঁজে নিন

   

অতিত গহিন

-আমার সাথে কতদূর যেতে পারবে তুমি? -যতদূর তুমি নিয়ে যাবে। -কিন্তু হাঁটতে হবে পিছনে অনেকপথ -পিছনে কেন? -সেখানে আছে অতিত ইতিহাস। মাটি খুঁড়ে কয়লার অতল থেকে যেমন তোলা হয় হীরে তেমনি ইতিহাস লুকিয়ে থাকে অতিতের অন্ধকারে। খুঁজে পেলে স্বযতনে গড়া হয় রত্ন খচিত অলংকার বহু মূল্যবান। বিস্মৃতি আর হারিয়ে যাওয়ার মাঝে আলোর ঝিলিক তাকে খুঁজে পেতে হাঁটতে হবে কণ্টকার্ণি অনেক পথ; রক্তাত মাটি খুঁড়ে।

সত্য আর সভ্যতা মাটি চাপা পরে আছে। সহজে সে সত্য পাওয়া যাবে না তাই হাঁটতে হবে পথ খুঁড়ে খুঁড়ে পিছনে অনেক;হাড় মজ্জার অস্থিত্ব খুঁজে বেদনা ও দুঃখের নদী বয়ে। অশ্রু সম্বরন করে রেখো ধুয়ে ফেলোনা ধূষর তাম্রলিপি চোখের ধারা জলে। বুকের ভেতর রেখো শিলা স্বযতনে, যেন জীবাষ্ম কঙ্কালের গল্প শোনে হৃদয়ের অমলধারা ক্ষয়ে না যায়। অমলিন আকাশের লেখা মলিন হয়ে শুয়ে আছে মাটির গহীনে।

জীবনের স্পর্শ তুলে আনতে যাবো স্পন্দন প্রাচিন গহীন থেকে যদি আমার সাথে হাঁটো হাঁটতে হবে পিছনে বহুদূর প্রথমে, সামনে এগিয়ে যেতে্....... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।