আমাদের কথা খুঁজে নিন

   

অতিত ভ্রান্তি

অন্ধকার প্রাচীর চারপাশ! মধ্যখানে পোড়খাওয়া ভূতের বাস, অযাচিত তাই জীবন্ত লাশ! বামনের আকাশ ছোঁয়ার প্রয়াশ! নিঃসঙ্গ চিলের আর্তচিৎকার, দুঃস্বপ্নের করাল থাবার কারবার। ঘুমের বড়ির তরে দরবার! ধূলিসাৎ পুরো বাচার অধিকার। মৃত্যু মধুর হাতছানি দেয়, জীবন তার প্রগ্রেস রিপোর্ট চায়। সর্বত্রই লাল আর লাল তায়! দুঃখ ভরা জীবন খুব পোড়ায়। কি করি? কোথায় যাই? সবখানেই আমি আছি, সে নাই! কোথায় সুখ? দুনিয়া জুড়ে সুখের ছাই। আর পারি না, স্থির তাই! সব যদি নুতন করে দেখা যেত, ভুল গুলো যদি ফুল হতো। জীবন দৌড় হতো মনের মতো, গন্তব্য তবে বুকে জড়াতো। অতিত ভ্রান্তির তরে প্রভূ ক্ষমা চাই, তোমার চরণে দাও না ঠাই। আমি যে আমাতে নাই! কবুল কর দয়াল খোদা তাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।