আমাদের কথা খুঁজে নিন

   

জাবি থেকে ছাত্রলীগের ২৩ নেতাকর্মী বহিষ্কার



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় জাবি ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ৫ জুলাই আল বেরুনী হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম শাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ঘটনা তদন্তে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. ফরহাদ হোসেনকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করে। ওই কমিটির প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট ২৩ জনকে আজীবন, ২ বছর, ১ বছরসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। তাদের মধ্যে সভাপতি রাশেদুল ইসলাম শাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্যকে ২ বছরের জন্য এবং ৬ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আজীবন বহিষ্কৃতরা হলো—আরিফ হোসাইন (প্রত্নতত্ত্ব, ৩৮তম ব্যাচ), সুভাষিশ কুণ্ডু (প্রত্নতত্ত্ব, ৩৭), শাহাদাত্ হোসেন রেজা (প্রত্নতত্ত্ব, ৩৫), আলমগীর হোসেন (বাংলা, ৩৭), উজ্জ্বল (প্রত্নতত্ত্ব, ৩৭), সজীব (নাটক ও নাট্যতত্ত্ব, ৩৭)। ১ বছরের জন্য বহিষ্কৃতরা হলো—রকিবুল ইসলাম রানা (গণিত, ৩২), পরিতোষ চাকমা (ফার্মেসি, ৩৬), তনয় রায় (পরিবেশবিজ্ঞান, ৩৭), তন্ময় (প্রত্নতত্ত্ব, ৩৮), রবিউল (গণিত, ৩৭)।

৬ মাসের জন্য বহিষ্কৃতরা হলো বাংলা বিভাগের ৩৫তম ব্যাচের এনায়েত কবির এমিল, আরিফুল হক আরিফ ও বিজয় কুমার দাস। ৩ মাসের জন্য শিহাব (প্রত্নতত্ত্ব, ৩৭), আমিনুল (বাংলা, ৩৫), অনিক (নাটক ও নাট্যতত্ত্ব, ৩৭), রাসেল (প্রত্নতত্ত্ব, ৩৭), মোছাদ্দেক (বাংলা, ৩৭)। ২ মাসের জন্য জুনায়েদ (নাটক ও নাট্যতত্ত্ব, ৩৬) ও হাসানুল মুন্সীকে (নৃবিজ্ঞান, ৩৬) বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১০ জনকে লিখিত এবং ১৫ জনকে মৌখিকভাবে সতর্ক করা হবে বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেয়া হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।