আমাদের কথা খুঁজে নিন

   

আগোরার হালিম

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

আজ ২৬ আগস্ট বিকেলে আগোরা থেকে ইফতারি কিনে এনেছিলাম। বাসায় আনার পর টের পাওয়া গেল হালিম পঁচা। সম্ভবত গরম হালিম প্যাক করে রেখেছিল। আমাদের দেশ বলে এ ব্যাটাদের বিরুদ্ধে কিছুই করা যাবে না। ফেসবুকে আমার স্ট্যাটাসে এ কথা লিখার পর একজন লিখেছেন‌ Firoj Alam Thank god. আপনি খাওয়ার আগেই বুঝতে পারছেন। আমার ভাইতো খেয়ে ঐদিন তার বারোটা বাজছে..... সারারাত টয়লেট আর রুমে দোড়াদোড়ি..... Enamul Huq অনেক আগে ভেজাল বিরোধী টীম তো ওদের ফ্রিজ থেকে পঁচা গোসত উদ্ধার করে জরিমানা ও করেছে... তাতে কি ব্যটাদের কিছু আসে যায়? বটে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।