আমাদের কথা খুঁজে নিন

   

নৈতিক মূল্যবোধ



নৈতিক মূলবোধের দিক থেকে মানূষকে বিচার করা অনেক কঠিন। আবার অনেক সময় খুব সহজেই তা অনুমান করা যায়। মাঝে-মধ্যে কিছু অদক্ষ কাজে নিজের জান্তে বা অজান্তে সে দিজেই ধরা পরে যাচ্ছে। কিন্তু তা কখনো কাউকে সহজে বুঝতে দিতে চায় না। তুমি বন্ধু আমার, তোমাকে আমি ভালবাসি জীবনের মতো, তাইতো কখনোই চাইবোনা তোমার মনে আঘাত করতে, অন্যের কাছে তোমাকে অসন্মান জনক অবস্থায় দাড় করাতে।

কেননা তুমিইতো সবচেয়ে আপন আমার এই পৃথিবীতে। কিন্তু এগুলিকে আমরা অনেক সময় নিজের সাময়িক আনন্দ কিংবা স্বার্থের মোহে ভুলে যাই, বন্ধুত্বের মাঝে দেয়াল তেরি কর। আসলে এধরনের প্রতেক মানুষেরই একটা দুর্বলতম স্থান আছে। শুধুমাত্র ঐ স্থানটায় স্পর্শ করলেই আঘাত পায় সে মনে , অভিমানে দিশেহারা হয়ে পড়ে সে। নিজের দোসত্রুটির মাঝে কি করে যে এই নৈতিক স্পর্শ কাতরতা পোষন করে তা সত্তিই বিশ্বয়কর।

অন্যায় কাজ করতে দিদ্ধা করবে না, অথচ কেউ সেই অন্যায়টার সামান্য উল্লেখ অভিমানে গর্জে উঠবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.