আমাদের কথা খুঁজে নিন

   

রম্য কথন

লিখে খাই, সবার ভাল চাই

রম্য কথন শামীমুল হক দুই বন্ধু প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হাঁটছিল। একে তো বৃষ্টি, তার ওপর রাত। কিছুই দেখা যাচ্ছিল না। হাঁটতে হাঁটতে হঠাৎ এক বন্ধু পা পিছলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আকাশে বিজলি চমকায়।

এ সময় পড়ে যাওয়া বন্ধু অপর বন্ধুকে বলছে, দেখছস আল্লায় আমারে ফালাইছে তো ফালাইছে, আবার লাইট মাইরা দেখতাছে, ঠিকঠাক মতো পড়ছি কিনা। আমাদের সমাজের অবস্থাও হয়েছে এখন তাই। সর্বত্র চলছে ল্যাং মারার প্রতিযোগিতা। শুধু ল্যাং মেরেই ক্ষান্ত নয়। আবার লাইট মেরে দেখে ঠিকঠাক মতো পড়ছে কিনা।

সব সম্ভবের দেশ নাকি বাংলাদেশ। এদেশে হ্যাঁ - কে না বলানো যায় নিমিশে। আবার না কে হ্যাঁ বলানো যায় নিমিশে। এ দেশে থানা হাজতে ধর্ষিত হয় নারী। এ দেশে এমপির গাড়িতে, এমপির পিস্তলের গুলিতে নিহত হয় জনতা।

আবার মামলা যেন না নেয়া হয় সেজন্য মন্ত্রী এমপিরা পুলিশকে চাপও দেয়। পুলিশও রাজার হুকুম মেনে তা পালন করে। এ দেশে সাংবাদিকরা দিনের পর দিন অনিয়মের চিত্র তুলে ধরছে। কই অনিয়ম তো বন্ধ হয় না। সচিবালয়ে বছরের পর বছর ফাইল আটকে থাকে।

ফুয়েল ছাড়া ফাইল নড়ে না। এ ধরনের খবর ৩৯ বছরে কম করে হলেও হাজারও বার পত্র পত্রিকার শিরোনাম হয়েছে। কোন কাজ হয়েছে কি? না হয়নি। বরং পত্রিকার দোহাই দিয়ে ঘুষের রেট বেড়ে যায়। এই ফাইল আটকে থাকা নিয়েও রয়েছে নানা কাহিনী।

সম্ভবত এরশাদ সরকার আমলে বৃটিশ এক মন্ত্রী এসেছিলেন বাংলাদেশ সফরে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ে সাক্ষাৎ করেন। এ সময়ে ক’টি চুক্তিও হয়। তিন দিন অবস্থানের পর বৃটিশ মন্ত্রী দেশে ফিরে যান। আর যাওয়ার আগে নিয়ম অনুযায়ী বৃটিশ মন্ত্রী সংবাদ সম্মেলনে তার আসার কারণ, কি করে গেছেন তা বলে যান।

ওই মন্ত্রীও এমন এক সংবাদ সম্মেলনে হাজির হন। তার বর্ণনার পর সাংবাদিকদের প্রশ্নের পালা। এক সাংবাদিক প্রশ্ন করলেন- মাননীয় মন্ত্রী বাংলাদেশে এসে আপনার কোন জিনিসটি ভাল লেগেছে। আর কোন জিনিসটি আপনার মনে গেঁথেছে। মন্ত্রী কিছ্ক্ষুণ চুপ থেকে বললেন, বাংলাদেশে এসে মনে হয়েছে আল্লাহ বলতে কিছু আছে।

মন্ত্রীর উত্তর শোনে সবাইতো অবাক। তাহলে ইহুদি মন্ত্রী কি মুসলমান হতে যাচ্ছেন? এক সাংবাদিক দাঁড়িয়ে গেলেন। বললেন, মন্ত্রী খোলে বলবেন কি ? এবার বৃটিশ মন্ত্রী বললেন, তিন দিনের এ সফরে আমি বাংলাদেশের ক’টি পত্রিকা খূব ভাল ভাবে দেখেছি। পত্রিকাগুলোর শিরোনাম ছিল- সচিবালয়ে বছরের পর বছর ফাইল আটকে আছে। যে দেশে সচিবালয়ে বছরের পর বছর ফাইল আটকে থাকে সেদেশ চলে কিভাবে? নিশ্চয় আল্লাহ আছেন।

এবং স্বয়ং আল্লাহ এ দেশটি চালাচ্ছেন। আমার দেশেতো ফাইল কোন দপ্তরে এক মিনিট আটকে থাকলে সবকিছু অচল হয়ে যাবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.