আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপ নিয়ে প্রশ্নের মুখে ক্যামেরনের নেতৃত্ব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাজ্যকে ইইউ থেকে তড়িঘড়ি বেরিয়ে অসার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দেয়ার পরপরই ক্যামেরন পার্টি সদস্যদের বিদ্রোহের মুখে ইইউয়ে যুক্তরাজ্যের ভাগ্য নির্ধারণী গণভোটের পথ প্রশস্ত করতে একটি বিল আনার প্রতিশ্রুতি দিতে বাধ্য হন। কিন্তু ক্যামেরন যতই আইনপ্রণেতাদের দাবির কাছে নতি স্বীকার করছেন তারা ততই তাকে আরো বেশি কিছু করার জন্য চাপ দিচ্ছেন। এতে করে ইউরোপ প্রশ্নে দলের মধ্যে ২৫ বছরের লড়াই আরো ঘনীভূত হচ্ছে। সেইসঙ্গে ২০১৫ সালের নির্বাচনে জয়ের পথে দলের নেতৃত্ব দেয়া নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছেন ক্যামেরন। ইউরোপ নিয়ে দ্বিধাবিভক্তির কারণে অতীতে দুই কনজারভেটিভ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং জন মেজরের পতন হয়েছে।

আর এখন ক্যামেরনের অবস্থাকে অনেক রাজনীতিবিদই তুলনা করছেন জন মেজরের সঙ্গে। মেজরের মুখপাত্র হিসাবে কাজ করা শেইলা গান বলেছেন, “ক্যামেরনের আর ছাড় দেয়ার উপায় নেই। কারণ, তিনি তার নিজের অবস্থানই ক্ষুন্ন করছেন। ” “যতবারই তিনি নতি স্বীকার করবেন- ইইউ থেকে তড়িঘড়ি যুক্তরাজ্যের বেরিয়ে আসার পক্ষপাতিরা ততবারই আরো বেশি কিছু করার জন্য বলবে। ” ক্যামেরনের উপদেষ্টারা বলছেন, ইইউ গণভোটের জন্য খসড়া বিল আনলে দলের অভ্যন্তরীন কোন্দল মিটবে।

কিন্তু বিরোধীরা বলছেন, ক্যামেরন এ ধরনের পদক্ষেপ নিয়ে তার দলের নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং নিজের নেতৃত্বকেই চ্যালেঞ্জের মুখে ফেলার ঝুঁকি বাড়িয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে আসার প্রচেষ্টায় সমর্থন দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড। এর আগে, শিক্ষামন্ত্রী মাইকেল গ্রোভ বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের যে অবস্থান তাতে তিনি সন্তুষ্ট নন। চলতি বছরের শুরুতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ২০১৫ সালে তিনি আবার নির্বাচিত হলে ২০১৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার প্রশ্নে গণভোট করবেন। ব্রিটিশ সরকারের অনেকের মতে, ইউরোজোন থেকে বের হয়ে আসতে পারলে যুক্তরাজ্যের জন্য ভালো হবে এবং ইউরোপীয় ইউনিয়নের বেড়াজালমুক্ত হতে পারলে লন্ডন অর্থনৈতিকভাবে লাভবান হবে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।