আমাদের কথা খুঁজে নিন

   

'বাংলাদেশ একদিন ইউরোপ হবে'

একদিন তোর কথা শুনবে নদি...

বাংলাদেশ একদম ফেলে দেবার মত নয়। বাঙালী হিসাবে আমাদের গর্ববোধ করার মত আকাশসম উৎস্য রয়েছে। অন্যান্য জাতির চেয়ে আমরা ইতিহাসে কম সমৃদ্ধ নই। আমাদের ভুল বলতে রয়েছে নিজের ভাঙ্গা ঘর ফেলে রেখে পরের ঘর ঠিক করায় মগ্নতা। এটা আমাদের জাতিগত কলঙ্ক নয়, বরং এটা আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য যা অন্যান্যদের জাতি থেকে আমাদের আলাদা করে রেখেছে।

অনেকেই বলেন- "মুসলিম হিসাবে বাঙালী জাতি কুলসিত। তারা ধর্মের লেজের খবরও রাখে না। বিশ্বের যেসব মুসলিম প্রকৃত ধার্মিক জীবন যাপন করছে তারা সব ইউরোপে কিংবা তারও ওপারে থাকেন!" এর কড়া প্রতিবাদ করছি আমি। উক্ত ধার্মিক বোদ্ধারা যদি নিজেদের অবস্থান পর্যবেক্ষন করতেন, তাহলে এমনটা বলতে পারতেন না। পেটে খিদে নিয়ে ধর্ম পালন? অসম্ভব।

আমাদের দেশের এনভায়রোমেন্ট আর ইউরোপীয়দের এনভাইরোমেন্টের মাঝে বিরাট ফারাক। বাংলাদেশের পথের কুকুররাও যদি নিজেদের একটা ধর্ম বানিয়ে সেখানে জীবন যাপন করতে যায়, তাতেও তাদের অবস্থান দৃঢ় হবে। হওয়া উচিৎ। এটা ধারনা নয়, এটাই প্রকৃত সত্য। আমি ঐসব মুসলিমদের বলছি- আপনারা বাংলাদেশে এসে পারবেন তেমন জীবন যাপন করতে? এটার অবশ্য একটা পরীক্ষাও করা যায়; বাংলাদেশ থেকে 1000 নড়বড়ে ধার্মিক ব্যক্তিকে ইউরোপে চালান দিয়ে, ইউরোপের 1000 ধার্মিক মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হোক।

এক বছর ধরে তাদের উপর জরিপ চালানো হোক। দেখা যাবে, কে কতটা ডেভেলপ করছে। কে কতটা ধার্মিক জীবন যাপন করতে পারছে। এটাই স্বাভাবিক। অতএব, যত গলাবাজি তারাই করুক না কেন- তারা নিজেদের দেশকে চেনে না বলেই এসব বলতে পারে।

এটা তাদের ক্রেডিট নয়, এটা সেদেশের ক্রেডিট যারা ভিন্ন ধর্মালম্বী হওয়া সত্ত্বেও মুসলিমদের জীবন ধারনের সব উপকরন যোগান দেয়ার মত সুযোগ সুবিধা দিচ্ছে। বাংলাদেশের উন্নতি হবে কোনো একদিন। বাংলাদেশও একদিন ইউরোপ হবে। এদেশেও একটি টোকাই একদিন স্বাভাবিক জীবন যাপন করবে; স্বাভাবিক জীবন যাপন করবে কারওয়ান বাজারের ফুটফাতে শুয়ে থাকা মানুষগুলোও। তাদের স্বপ্নগুলোও একদিন সাতরঙি হবে।

সেদিনের ভিত্তিপ্রস্তর আমাদের হাতেই। আমাদেরকেই করতে হবে। আমাদের ভেতর মতের অনেক অমিল থাকতে পারে, কিন্তু দেশ নিয়ে ভাবনা আমাদের সবাইকে একই কাতারে দাঁড় করাবে। যেসব দেশপ্রেমিকরা বিদেশে চালান হয়ে, সেখানকার ইমিগ্র্যান্ট হবে... দেশের সাথে একটা লম্বা দূরুত্ব সৃষ্টি করে দেশের বিপক্ষে সাফাই গাইবে, দেশ পরিবর্তনের নির্দেশনা দিবে... আমরা তাদের কথা শুনবো কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.