আমাদের কথা খুঁজে নিন

   

চলরে মন আপন দেশে

অকুল দরিয়ায় আমরা সবাই খুজি এক মন পবনের মাঝি.. যে পারে লয়ে যাবে.... আমিও তার বাইরে নই...

থাকবনা আর এই আবেশে চলরে মন আপন দেশে..... এই আপনারে কে চিনেছে? সেই পেয়েছে। সেই সূখি হয়েছে। অনন্ত অসীম এই ধামে... সীমার মাঝে অসীমের সন্ধানে কত যুগ কত কাল শত শত হাজার হাজার বছর পেরিয়ে গেল.. আজও কেউ পষ্ট করে বললে না- এই এমুন করে ঐখানে গেলে বাপু পাবানি!... অথচ যে খোজে এবং যারে ধরে খোজে সবাই যেন এক যন্ত্রতে বাধা সূর.. ইচ্ছায় অনিচ্অয় বাজে... ঐন্দ্রজালিক তালে লয়ে... একদল আচে সব ছেড়েছুড়ে ধর্ম নাম একতালে ভালই আছে! আবার ভালইবা কোথঅয়.. তারাও কি পেরেছে হলফ করে বলতে এই যে বাপু... এইখানে তোর শুরু! আর এইখানে তোর শেষ!! তবে আর মাধ্যিখানে খাবি ;খাবি কেন? চল সব ছেড়েছুড়ে!!!!! পারছে কি? পারছে না... এক যেন এক অনন্ত ধুঁয়াসা...... তাই আপাত.. আমার কোলে আমি যাই সুরে তালে মোহ মায়ায়..... থাকবনা আর এই আবেশে চলরে মন আপন দেশে.....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।