আমাদের কথা খুঁজে নিন

   

আসুন, বোরকা পড়ি!

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

বোরকা পরিধান সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট একটি নির্দেশ দেয়। এই নির্দেশ নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। নির্দেশটি এরূপঃ "শিক্ষাপ্রতিষ্ঠানসহ কোনো দপ্তরে নারীর বোরকা পরিধান বাধ্যতামূলক করা যাবে না।

সেই সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ খেলাধুলায় নারীর অংশগ্রহণ নিষিদ্ধ করা যাবে না। " সাথে সাথে যেন দেশে হা হা কার ... ইসলাম গেল গেল, কেয়ামত ঘনায় আসছে, কেউ কেউ আবার অতিরিক্ত উত্তেজিত হয়ে মালাউন উচ্ছেদের কথা বলছেন! হাস্যকর ..... এই সিদ্ধান্ত জানার পর আমার লজ্জা হচ্ছিল যে, আমার দেশে এই ব্যাপারে হাইকোর্ট দৌড়ানো লাগে, এদেশের একজন শিক্ষক তার প্রতিষ্ঠানে বোরকা বাধ্যতামূলক করে এবং খেলাধূলা ও সংস্কৃতি থেকে নারী-কে দূরে রাখে। এই লজ্জা হয়তো আরও অনেক বাঙালীই পেয়েছে। একজন মানুষ তার পছন্দসই পোশাক পড়বে, এটাই তার মৌলিক অধিকার। সেখানে কিভাবে আমরা পুরুষসমাজ বোরকা পড়া নারীর জন্য বাধ্যতামূলক করি??? আমার তো মাথায় আসে না, আপনাদের কারো কারো হয়তো আসে! কিভাবে একজন মানুষকে খেলাধুলা থেকে, দেশীয় সংস্কৃতি থেকে আমরা দূরে রাখতে পারি??? আমার তো মনে হয়, আমাদের এতটুকু উদারমন থাকা উচিত।

যদি তা নাই থাকে, তবে আসুন পুরুষসমাজ, আমাদের ওই কুরুচিপূর্ণ হৃদয় ঢাকতে বোরকা পড়ি!!! পাল্টা যুক্তি হিসেবে অনেকেই দাড় করাচ্ছেন সেই বহু পুরনো খোঁড়া যুক্তি! যে যুক্তি মানবতা বিরোধী, বৈষম্যমূলক। অনেকেই বলবেন, ইহা ধর্মীয় হেজাব! মানলাম। আরো বলবেন, বোরকা পরিধানে পুরুষের ভোগলালসা স্তিমিত হবে, যার দরুন অনাচার কমবে! তাও মানলাম। কিন্তু পুরুষসমাজ নিজের পশুত্ত্ব ঢাকতে সমগ্র নারীজাতিকে বাধ্যতামূলক বোরকা পড়িয়ে ঘরে আটকে রাখবে, এটা মানা যায় না। আজ যদি নারী বলে ওঠে, পুরুষ, সংযত করো তোমার শিশ্মের তেজ, পশুত্ত্ব কাটিয়ে মানুষ হতে শেখো ; তখন ঠিকই প্রতিক্রিয়াশীলের বজ্রধ্বনি শোনা যাবে, "মাগীরে পিডা! হারামজাদী কয় কি???" আজ যদি কোনো বোন ধর্ষনের শিকার হয় তাহলে সেই পুরুষ আবার গর্জে ওঠে, ধর্ষিতা অপমানের গ্লানিতে ভেসে যায়, তার বোরকা না পড়ার সমালোচনাও হয়, তবু ধর্ষনকারীর বিচার হয় না।

কারণ, ধর্ষনকারী পুরুষ! হাইকোর্টের এই নির্দেশ অনেকদিন পর প্রতিক্রিয়াশীলদের মুখে বিঁচুটি পাতা ঘষে দিয়েছে। আশা রাখি, প্রতিক্রিয়ার মরাকান্নায় প্রগতিশীল এই নির্দেশ ভেসে যাবে না। আর প্রতিক্রিয়াশীল পুরুষ সমাজের কাছে আকুল আবেদন রইলো, আপনাদের ধর্ম রক্ষায়, শিশ্মের তেজ রক্ষায়, পৌরুষত্ত্ব রক্ষায় ও মালাউন উচ্ছেদের মহান জেহাদের স্বপ্ন রক্ষায় কুরুচিপূর্ণ দেহ-মন ঢাকতে, বোরকা পড়ুন । ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।