আমাদের কথা খুঁজে নিন

   

শাড়ি কিনলে পেঁয়াজ ফ্রি!

৫০০ টাকার ওপরে কেনাকাটা করলে এক কেজি পেঁয়াজ ফ্রি ৷ না, তার জন্য বাজারে কোনও সবজি কেনাকাটা করতে হবে না ৷ কিনতে হবে ৫০০ টাকার বেশি দামের শাড়ি ৷ পুজোর বাজারে এই অভিনব অফার দিয়েছে দক্ষিণ কলকাতার এক শাড়ির দোকান ৷ রকমারি শাড়ির সঙ্গে দোকানের ভিতর থরে থরে সাজানো পেঁয়াজের ঝুড়ি ৷

পুজোর আগে গিন্নির দরকার জমকালো শাড়ি ৷ আর তা ৫০০ টাকার ওপরে হলেই ফ্রিতে মিলছে এক কেজি পেঁয়াজ ৷ অতএব পকেট আর সময়, দু’টোরই সাশ্রয় ৷ শাড়ি কেনার এর থেকে ভাল অজুহাত আর কীই বা হতে পারে ৷ দোকানের সামনে সাইনবোর্ড যে নজর টানতে কতটা সক্ষম, তা বলে দিচ্ছে ক্রেতাদের ভিড়ই ৷ পুজোর বাজারে ক্রেতাদের নজর টানতে এটা সেটা ফ্রি-র অফার হরদমই শোনা যায়৷ কিন্তু, পেঁয়াজ এই প্রথম ৷ তবে, পেঁয়াজের দামের ঝাঁঝ যেভাবে বাড়ছে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই ৷ বাজারে পেঁয়াজ কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা দরে ৷ তাই মধ্যবিত্তের বাজেট সাশ্রয়ের থেকে বেশি আকর্ষণীয় অফার আর কীই বা হতে পারে৷

- এবিপি আনন্দ 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।