আমাদের কথা খুঁজে নিন

   

ফাগুন বেলা

সবুজ পাতার পোশাক পরে বসন্ত যেই এল

হাঁড় কাঁপানো শীতের বুড়ি কই যেন কই গেল

শ্যামল-শিল্পী ভীষণ খুশি শীতের বুড়ি যাওয়ায়

কারণ তারা ভাসতে পারে দখিনা ওই হাওয়ায়।

সূর্য মামা উঠল হেসে নীল আকাশের গায়

পাতার ফাঁকে ফিঙে, চড়াই কিচির মিচির গায়।

বিকেল বেলায় শিমুল তলায় আহা কী যে সুখ

পলাশ ফোটে দূর করেছে মনের যত দুখ।

দিনের বেলায় বটের তলায় রাখাল বাজায় বাঁশি

রাতের বেলায় চাঁদ-তারাদের মুখে থাকে হাসি।

ভালো-লাগে সকাল-দুপুর হাটে-মাঠে-ঘাটে

শ্যামল-শিল্পীর এমন করে ফাগুন বেলা কাটে।

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।