আমাদের কথা খুঁজে নিন

   

আমার লেখা একটি কবিতা

আমি পরিবর্তন চাই সব কিছুর ...

ভাবনা রাশেদুল ইসলাম বাবু নিরুৎসাহিত জীবনে আকষ্মিক ঝর্ণায় পিচঢালা পথে আমি আজও তোমার পথ চলার ছন্দ দেখার অপেক্ষায় থাকি আকাশ নেমেছে মাটিতে, দিগন্ত ছুয়েছে আকাশে ক্যানভাসে তোমার জড়তা কাটিয়ে অচেনা পথে, কাঁদামাখা পথে, আমি পথভোলা পথিকের সঙ্গ খুঁজি কেও কাছে ডাকে না, কেউ ভাবিয়ে তোলেনা আমার লালমলাটের বইটার কেউ খোঁজ রাখে না আমি নীলাকাশ ছুতে চাই তোমাকে নিয়ে বহুদূর দিগন্ত থেকে দিগন্ত হরিয়ে যেতে চাই তোমার ছন্দমাখা পথচলার সাথি হতে চাই নিরাবতা কাটিয়ে একটি স্লোগান দিতে চাই তবু মায়ের অশ্র“মাখা মুখের দিকে ফিরে যেতে বল বারবার। তোমার শাসনকে ভয়পাই বলে ফাঁকি দিয়ে তোমাকে একটু মিথ্যে বলি বলি, আমি ভালো আছি রেলপথ হাতছানি দেয়- চাঁদনী রাতে তোমার সুন্দর মুখ হাতছনি দেয়- যখন-তখন- সকালে-সন্ধ্যায়-ভাবিয়ে তোলো- পৃথীবিটা চিনতে শেখাও- আমার অচেতন মস্তিষ্ককে জাগিয়ে তোলো আমি ভাবি, আর ভাবি শুধু ভাবি ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.