আমাদের কথা খুঁজে নিন

   

একুশে বার্তায় লেখা চাই , মাতৃভাষা ভিত্তিক শ্রেষ্ঠ ম্যাগাজিনে লেখা চাই

একুশে ম্যাগাজিন একুশে বার্তায় লেখা আহবান । বন্ধুরা এই তো আর কয় দিন আসছে আমাদের আখাংকিত মাতৃভাষার চেতনার লড়াকু মাস আনন্দের সাথে জানাচ্ছি যে পরিবেশ বন্ধু ব্লক থেকে একুশের চেতনাকে জাগ্রত রাখার মানসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বের হবে একুশে ম্যাগাজিন একুশে বার্তা '' লেখা শুধু মাতৃভাষা দিবসের উপর ভিত্তি করে লিখতে হবে । ছড়া , কবিতা , প্রবন্ধ , একুশ সমচার , একুশের দলিল , একুশের ফিচার , একুশের ছবি সম্বলিত যে কোণ চমক পদ লেখা মনোনীত এবং প্রকাশ করা হবে । লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১০ ই ফেব্রুয়ারি ২০১৩ ইং সম্পাদক একুশে বার্তা , পরিবেশ বন্ধু ব্লগ ইমেইল যোগাযোগ ০১৯৩৮৭৮৮৯৩৩ । বাংলা মায়ের ভাষা একুশের স্মরণে এম ,জি , আর , মাসুদ রানা ফাগুন আসে রাঙা হয়ে বাংলা মায়ের হৃদয় পানে বাংলা ভাষার বোল ফুটে বাঁশের বাঁশী পাখির গানে ।

বাউল সাধক বাংলা ভাষায় সুরে সুরে মন মাতায় কবির চেতনা এই ভাষাতে কত রঙ্গিন কাব্য সাজায় । এই ভাষারও ধবনি তুলে হাল ধরে মাটে চাষা ছন্দ তালে মাঝির বৈঠা নদীর বুকে ফুটায় ভাষা । এই ভাষা ছালাম রফিক , শফিউর ঝব্বার , বরকতের রক্তে লেখা আজ বিশ্ব বুকে বাংলা ভাষার ফুটে বুলি মধু মাখা । ফুলে ফুলে ভ্রমর অলি এই ভাষারই বার্তা আনে তাইতো স্মৃতির মিনার সাজাই বাংলা মায়ের প্রানে প্রানে । পরিবেশ বন্ধু বলেছেন: বাংলাদেশ সুচনা সাহিত্য সংসদ বিশ্ব সেবা পুরস্কার দেবে ২০১৭ থেকে ।

শিক্ষায় দক্ষতা , সামাজিক সম্পর্ক উন্নয়ন , সংস্কৃতির শিল্প গুন , শিশু কিশোরদের মননে মেধা বিকাশের দক্ষতা অর্জন , চিত্র শিল্পের ভাল দিক নির্দেশক গুন , অভিনয় মঞ্চ ব্যক্তিত্ত , চাষির ভাল উৎপাদন নীতি , সাংবাদিকতায় জনগণের সংশ্লিষ্টতায় অভিজ্ঞ , ও সামাজিক অবক্ষয় রোধে সেবক ,সৈনিক , বাউল কবি শিল্পি , শিক্ষক এবং ভাল দক্ষ প্রতিষ্ঠানকে উক্ত পুরস্কারের আওতায় আনা হবে । মুক্ত মতামত চাই / *.  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.