আমাদের কথা খুঁজে নিন

   

ভোরের কাগজ

কোনও একদিন বছর গেলে শুনি কোথাও সে বৃক্ষ হতে চেয়ে চেয়ে হয়েছেও, আমি ঘাস, ঘাসই রয়ে গেছি, ফুল ফোটাই, দিনভর আকাশ দেখি, বাঁচি।

আজকাল মাঝে মাঝেই প্রকৃতি আমাকে স্বান্তনা দেয়। বেশিরভাগ দিনই সন্ধ্যাবেলায়। আজ সাত সকালে দিল। এত সুন্দর কেন ছিল আজকের সকালটা? অনেকগুলো লাল মেঘ সাঁতার কাটছিল সারা আকাশ জুড়ে।

ঘরে বিজলী বাতি জ্বলছিল, হঠাৎ মনে হল যেন একটা ঝলক দিয়ে হঠাৎ করে রাতটা ভোর হয়ে গেল। ছাদে চলে গেলাম দৌড়ে। চেয়ারে বসে রেলিংয়ে পা দু'টো তুলে দিলাম। চারদিকে চাইলাম, সাথে সাথে আমার নাকে তীব্র ভোরের ঘ্রাণ চলে এল। অনেকক্ষণ নিস্তব্ধতার সুবাস নিলাম, নীল হাওয়ার আবেশ গায়ে মাখলাম।

তারপর এক সময় লাল রঙগুলো গলে যেতে লাগল। চলে এলাম। আকাশের সাথে একটা গানও সঙ্গ দিয়েছে। আপনাদের কেমন লাগবে জানাবেন, রইল এখানে - http://tinyurl.com/2ur5ma6 (গানটা শুনতে চাইলে অন্তত ৪০ সেকেন্ড শুনবেন, না হলে হবে না)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।