আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগবিজেতা কান্নু করে (খোঁচা পোস্ট-৩)

শিক্ষিত মূর্খ। আকিবুকি। গননা করবার শখ আর জাগেনা আগের মত। মাথাটাকে না খাটাতে খাটাতে তেলের ড্রাম হয়ে যাচ্ছে।
আচ্ছা আপনারা যদি এমন কোন ব্লগার দেখেন যে সামু কাপাচ্ছে।

যে কোন ধরনের পরিস্থিতিই হোক না হোক না কেন জান বাজি রেখে ঝাঁপিয়ে পড়ছে তাহলে তার সম্বন্ধে আপনাদের কি ধারনা হবে? বাস্তবিক জীবনেও নিঃশ্চই খুবই ঠান্ডা মাথার ধীর স্থীর কোন ব্যাক্তি। যদি বলি তা নয়। সে চরম সেন্টিমেন্টাল একজন পাবলিক। মেয়েদের সেন্টিমেন্টকেও যার সেন্টিমেন্ট হার মানায়। আবেগ নিয়ে মজা করে কথা বললেও সেটাকে সত্যি মনে করে ভেউ ভেউ করে কান্নু করে দিবে কোন ব্লগবিজেতা।

বিশ্বাস করবেন কি আমার কথা? লেটস স্টার্ট আওয়ার এ্যাডভেঞ্চার ম্যান……… আমার ভাল বন্ধু। সেটা আগেই বুঝতে হবে, কারন খুব ভাল বন্ধু না হলে কাউকে নিয়ে খোঁচা পোস্ট লেখা আমার কম্ম নয়। ফেসবুক এমনকি বাস্তবিক জীবনেও যাদের আমি ব্যাপক ভাল পাই তারা আমার খোঁচা খেয়ে ব্যতিব্যাস্ত থাকে। আমি ধীরে ধীরেই খেয়াল করলাম যে এই অসামান্য ব্লগবিজেতা ভয়াবহ রকম সেন্টিমেন্টাল। আমি নিজেই সেন্টিমেন্টাল এই নিয়ে আমার অনেক আফসোস আছে।

কিন্তু এ দেখি দাদার বড় আব্বা!!! তো আমার প্রিয় বন্ধু এবং অসামান্য ব্লগ বিজেতাকে সময়ে অসময়ে ইমোশনালি ব্ল্যাক্মেল করা শুরু করে দিলাম। দুঃখের বিষয় বন্ধু আমার এতই সেন্টু যে ব্ল্যাক্মেক বুঝতে পারে না। শেষ মেষ যা করলাম তা এক কথায় অসাধারন। নিজের বুদ্ধি আর লজিক দেখে নিজেই তাজ্জব খেয়ে যাই। ব্লগ বিজেতা একটা আকাম করে বসে।

তেমন মেজর কিছুই না কিন্তু আমি সেন্টুকে সুযোগ পেয়ে কচ্ছপের কামড় দেই। ভেবেছিলাম যত যাই হোক এযুগের পোলাপাইন সামলে নিবে। কিন্তু কোথায় কি? সকল সম্ভাবনা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ব্লগবিজেতা চরম ভাবে ট্র্যাপে পা ফেলল। নিচের স্ক্রিন শট গুলো দেখলেই বুঝতে পারবেন। ব্লগবিজেতার কান্নাকাটি অবলোকন করবার জন্য সকলকে ধন্যবাদ।

এক্ষেত্রে আমি একটা পন্থা অবলম্বন করি। ভেবে দেখলাম পোস্ট দেবার আগ পর্যন্ত ব্লগবিজেতা কে প্রেসারে রাখা দরকার তাই তার সাথে এমন ভাব নেয়া শুরু করলাম যেন আমি ভীষন থেকে ভীষনতর ক্ষ্যাপা। অথচ উপরের চ্যাট যতক্ষন চলেছিল ততক্ষন হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে গিয়েছিল। রাতের বেলা হো হো করে অট্টহাসি হাসার ফলে হয়ত পাশের বাড়ির কারো ঘুমও ভেঙ্গে দিয়াছিলাম। হাসার সময় পা চাপড়াতে চাপড়াতে হাতের তালু এবং পা উভয়ই লাল করে ফেলেছিলাম।

ব্লগবিজেতা আমাকে ফোন করেছিল সরি বলবার জন্য, কিন্তু ফোনে কথা বললেই অট্টহাসি দিয়ে দিব এই কথা চিন্তা করে ফোন রিসিভ করিনি। এখন প্রশ্ন আসতে পারে ব্লগবিজেতা কি এমন কাজ করেছে যাতে এরকম এলাহী কান্ড। সবার অবগতির জন্য জানিয়ে রাখি অপরাধের মাত্রাটা এত বেশি সামান্য ছিল যে তা যদি প্রকাশ করি তবে জাতীয় সুশীল সমাজের কাছে আমার প্রহৃত হওয়া অবশ্যম্ভাবি। আমি স্রেফ সেন্টিমেন্টের সুযোগ নিয়ে ইমোশনালী ব্ল্যাক্মেইল করে এই ভয়াবহ কুকাম টি সম্পন্ন করি। শেষ মেষ আমার বন্ধুটিকে বলছি।

বাঙ্গালির উন্নতি হয় না কেন জানিস? বাঙ্গালি অতি আবেগপ্রবন। আর তুই এই দুইদিনে আমাকে যত বার সরি বললি ধরে নে ওই সরি গুলো আমিই তোকে বলেছি। এই আকামটা করবার জন্যই তোর দূর্বলতার সুযোগে আমি ভাব মেরে ছিলাম আর বিভিন্ন ভাবে তোকে প্রেসারে রাখার চেষ্টা করেছিলাম। সবই আমার ইবলিশি প্ল্যান এর অংশ। বিশ্বাস কর তোর সাথে যতবার চ্যাট করেছি আমার হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গিয়েছে।

আমি আসলেই অনেক সরি দোস্ত। আমাকে ভুল বুঝিস না। আর মাফ করে দিস প্লিজ। আরেকটা কথা। এত বেশি কান্নাকাটি করলে থাব্রামু।

বিঃদ্রঃ ১। ব্লগ বিজেতার নামে কেউ বাজে মন্তব্য করলে কমেন্ট ডিলিট মেরে দেয়া হবে নির্দিধায়, যেহেতু সে আমার খুবই ভাল ফ্রেন্ড ২। কোন আকারে ইঙ্গিতে বা সরাসরি বিজেতার নাম কমেন্টে উল্লেখ করা দেরী কমেন্ট মুছতে দেরী নাই। এক্ষেত্রে বাকশালী আচরন করা হবে (যদিও এখন পর্যন্ত ক্লিয়ার না জিনিসটা কি, সামু যেসব ব্লগার এটা বলে চিক্কুর পারে তারাও আসলে জিনিসটা কি জানে কিনা সন্দেহ)।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.